হোম /খবর /দক্ষিণবঙ্গ /
আর ‌যেতে হবে না কলকাতায়, ইঞ্জিনিয়ারিং টেস্টিং ল্যাবরেটরী এখন জয়নগরে

South 24 Parganas News: কথায় কথায় কলকাতায় ছোটা বন্ধ, ইঞ্জিনিয়ারিং টেস্টিং ল্যাবরেটরি এখন জয়নগরে

X
ইঞ্জিনিয়ারিং [object Object]

South 24 Parganas News: আর ‌যেতে হবে না কলকাতায়, ইঞ্জিনিয়ারিং টেস্টিং ল্যাবরেটরি এখন জয়নগরে

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

নিমপীঠ : আর ‌যেতে হবে না কলকাতায়.এবার সরকারি ও বেসরকারি ইমারতি দ্রব্যের গুনগত মানকে যাচাই করতে জয়নগর ২ নং ব্লকের ফুটিগোদা গ্রাম পঞ্চায়েত ভবনে ইঞ্জিনিয়ারিং টেস্টিং ল্যাবরেটরির উদ্বোধন হয়ে গেল।

জয়নগর ২ নং ব্লকের ফুটিগোদা গ্রাম পঞ্চায়েত ভবনে ২০২১-২২ অর্থ বর্ষের পঞ্চদশ অর্থ কমিশনের ১১ লক্ষ টাকার অর্থে ইঞ্জিনিয়ারিং টেস্টিং ল্যাবরেটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এর উদ্বোধন করেন জয়নগর ২ নং বিডিও সৌরভ মাঝি, নিমপীঠ রামকৃষ্ণ আশ্রমের সম্পাদক স্বামী সদানন্দজী মহারাজ, ফুটিগোদা পঞ্চায়েত প্রধান সাহানারা মোল্লা,যুগ্ম বিডিও সহ আরও অনেকে।

আরও পড়ুন -  Tulsi Gach: যদি বাড়িতে তুলসী গাছ থাকে তাহলে নবরাত্রিতে করুন এই কাজ, নাহলেই সংসারে উথাল-পাথাল

জয়নগর ২ নং ব্লকের সরকারি ও বেসরকারি সমস্ত ইমারতি দ্রব্যের গুণগত মানের পরীক্ষা হবে এই ল্যাব থেকে। এ বিষয়ে এদিন বিডিও সৌরভ মাঝি বলেন, 'সরকারি ইমারতি কাজে ব্যবহৃত সামগ্রী নিম্নমানের হওয়ার অভিযোগ ওঠে অনেক সময়। তাই এই ল্যাব থেকে এবার ইমারতি দ্রব্যের পরীক্ষা করার পর কাজ করা হবে। এতে গুনগত মানের পরীক্ষা হওয়ায় কাজটাও নিখুঁত হবে।'

আরও পড়ুন -  Chaitra Navratri: দুর্গা অষ্টমীর দিন কয়েকটি কাজেই কাটে জীবনের দুর্যোগ, হয়ে উঠুন সৌভাগ্যশালী

এর আগে এই পরীক্ষা করার জন্য যাদবপুরে যেতে হত।তাতে সময় ও খরচ সবই হতো বেশি।সেদিক থেকে প্রতিটা ব্লকে এই ল্যাব চালু হলে কাজ ও আরও তাড়াতাড়ি হবে।বিডিও এদিন ফুটিগোদা গ্রাম পঞ্চায়েত প্রধানকে এরজন্য ধন্যবাদ দেন যে ব্লকের সব পঞ্চায়েতের সরকারি ভাবে ইমারতি দ্রব্য পরীক্ষার জন্য জায়গা দিয়ে সহায়তা করার জন্য। এদিন প্রধান সাহানারা মোল্লা বলেন, 'জয়নগর ২ নং ব্লকের সবকটি পঞ্চায়েতের ইমারতি দ্রব্যের পরীক্ষা হবে এবার থেকে এখান থেকে।আর সরকারির পাশাপাশি বেসরকারি ভাবে কোনো সংস্থা বা সাধারণ মানুষ ও এই ল্যাব থেকে পরীক্ষা করতে পারবে।'

Suman Saha

Published by:Debalina Datta
First published:

Tags: Jaynagar, South 24 Parganas