নবাব মল্লিক, মথুরাপুর : বাড়ছে গ্যাস ও হার্টের রোগ, যার জেরে জেরবার সাধারণ মানুষজন। আর সেই সমস্যা থেকে হাত থেকে সাধারণ মানুষজনের মুক্তি দিতে মথুরাপুরে আয়োজিত হল সেমিনার। এই সেমিনারে গ্রামীণ চিকিৎসরা অংশগ্রহণ করেছিলেন।
মূলত সুন্দরবনের প্রত্যন্ত এলাকাগুলিতে চিকিৎসা পরিষেবা দিয়ে থাকেন এই গ্রামীণ চিকিৎসরা। সেজন্য এই রোগগুলি নিয়ে সর্বপ্রথমে তাদের জানানো জরুরি। সেমিনারে গ্রামীণ চিকিৎসকদের দেখানো হয়েছে, যে কোনও জরুরি পরিস্থিতিতে কিভাবে হার্টের সমস্যার চিকিৎসা করা যেতে পারে।
দেখানো হয়েছে সিপিআর দেওয়ার পদ্ধতি-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়। এই প্রশিক্ষণ পেয়ে খুশি গ্রামীণ চিকিৎসকরা। প্রশিক্ষণ পাওয়ার পর তাঁরা নিজেদের এলাকায় এই বিষয়গুলি সাধারণ মানুষজনের কাছে তুলে ধরবেন বলে জানা যাচ্ছে।
আরও পড়ুন : স্কুলের দরজা খোলা থেকে মিড ডে মিলের দেখভাল, অবসরের পরও রোজ বিনা পারিশ্রমিকে পড়াতে আসেন এই শিক্ষক
এই প্রশিক্ষণ দিতে সেখানে উপস্থিত ছিলেন ন্যাশনাল মেডিক্যাল কলেজের এমডি মৃন্ময় বসাক, এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন তিমির কান্তি দাস, শোভন প্রামাণিক-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। গ্যাসের সমস্যা সমাধানে কিছু সাধারণ পথ্য-সহ ওষুধের কথা তারা আলোচনা করেছেন।
আরও পড়ুন : কবরস্থানের বিবিপুকুর খনন করিয়েছিলেন রানি ভিক্টোরিয়া, জানেন না শহরের বাসিন্দারাই
এ নিয়ে ওই সেমিনারের উদ্যোক্তাদের পক্ষ থেকে তিমিরকান্তি দাস জানান, " এরকম সেমিনার প্রায়শই আয়োজন করা হয়। এই সেমিনারের উদ্দেশ্য হল গ্রামীণ চিকিৎসকদের প্রশিক্ষিত করা, যাতে তাঁরা আরও ভালভাবে চিকিৎসা পরিষেবা দিতে পারেন। বর্তমানে হার্ট ও গ্যাসের সমস্যায় জর্জরিত অধিকাংশ মানুষজন। সেজন্য এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।"
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Medical, South 24 Parganas