রায়দিঘি: অস্ত্র নিয়ে মাঠে জড়ো হচ্ছিল ডাকাতদল, চলছিল পরিকল্পনা। কিন্তু সমস্ত পরিকল্পনা ভেস্তে দিয়ে ডাকাত দলকে ধাওয়া করে পুলিশ। হাতেনাতে ধরাও পড়ে ২ ডাকাত।বাকিরা এলাকা থেকে পালিয়ে যায়। তাদের খোঁজে এলাকায় তল্লাশি চালাচ্ছে পুলিশ। সূত্রের খবর ৬ থেকে ৭ জনের একটি ডাকাত দল অস্ত্র নিয়ে খাড়ী গুণসিন্ধু বালিকা বিদ্যালয়ের মাঠের কাছে জড়ো হচ্ছিল।
এই খবর পাওয়ার পর দ্রুত এলাকায় যায় পুলিশ। হঠাৎ করে পুলিশ এসে যাওয়ায়, কিছু ডাকাত ঘটনাস্থল থেকে চম্পট দেয়। তবে ধরা পড়ে যায় ২ ব্যক্তি। ধৃতরা হলেন বিপ্লব নাইয়া(২৪) ও মনিরুল মোল্লা(২৬)। ধৃতদের বিরুদ্ধে ৩৯৯, ৪০২ আইপিসি ধারায় মামলা রুজু করেছে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে বাকি ডাকাতদের খোঁজ করছে পুলিশ। কিভাবে এই চক্র এলাকায় মাথাচাড়া দিয়েছে সেই দিকটিও খতিয়ে দেখছে পুলিশ।
পুলিশসূত্রে জানা যাচ্ছে ধৃতদের কাছ থেকে একটি বড় ভোজালি ও লোহার রড উদ্ধার হয়েছে। বাকি ডাকাতদের সন্ধানে এলাকায় তল্লাশি চালাচ্ছে পুলিশ। ধৃত ২ ব্যক্তিকে ডায়মন্ডহারবার মহাকুমা আদালতে পাঠিয়ে নিজেদের হেফাজতে চাইবে রায়দিঘি থানার পুলিশ।
নবাব মল্লিক
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: South bengal news, Trending News, Viral News