রায়দিঘি: রায়দিঘিতে নদীতে ভাসছে কুমির। আর যা দেখে আতঙ্কে স্থানীয় গ্রামবাসীরা। শনিবার বিকালে রায়দিঘি জেটিঘাটের কাছে মণি নদীতে কুমুরটিকে দেখতে পায় স্থানীয়রা। বেশ কয়েকমাস আগে রায়দিঘীতে নদীতে এভাবেই একটি কুমির ভাসছিল। সেই ঘটনা প্রত্যক্ষ্য করতে নদীর পাড়ে ভিড় জমিয়েছিলেন শতাধিক স্থানীয় বাসিন্দারা। সেবার জলের মধ্যেই কুমিরটিকে দেখতে পাওয়া গেলেও। এবার সরাসরি কুমিরটিকে জেটিঘাটের কাছে দেখতে পাওয়া গিয়েছে।
উল্লেখ্য মণি নদীর এক পাশে রায়দিঘী ও অপরপ্রান্তে কনকনদিঘী। নদী তীরবর্তী এলাকায় গ্রামের মধ্যে হঠাৎ করে কুমির দেখা দেওয়ায় আতঙ্কে মৎস্যজীবীরা। রায়দিঘীর মণি নদীতে সচারচর কুমির দেখা যায়না। নতুন করে কুমিরের উপদ্রব শুরু হওয়ায় গ্রামবাসীরা সকলেই দুশ্চিন্তায় পড়েছেন।
এলাকায় কুমির আসার খবর চাউর হতেই কুমির দেখতে স্থানীয়রা নদীর পাড়ে ভিড় করেন। কুমিরের দর্শন পেতে তারা নদীর পাড়ে মোবাইল হাতে ছবিও তোলেন। স্থানীয়রা মনে করছেন কিছুদিনের মধ্যে কুমিরটি যেখান থেকে এসেছে সেখানেই ফিরে যাবে। তবে এভাবে লোকালয়ে কুমির ঘোরাফেরা করায় গবাদি পশুদের নদীর ধারে কিভাবে বেঁধে রাখা হবে তা নিয়ে চিন্তায় স্থানীয়রা।
নবাব মল্লিক
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Crocodile, Raidighi, South 24 Parganas news