গঙ্গাসাগর: সাগরের কোম্পানিরছাড় ব্রিজ ও সংলগ্ন রাস্তার বেহাল অবস্থা। যার ফলে অসুবিধায় রয়েছেন স্থানীয়রা। দীর্ঘদিন ধরে এই ব্রিজের কোনও সংস্কার করা হয়নি। ফলে দিনের পর দিন এই ব্রিজ ও সংলগ্ন রাস্তা আরও খারাপ হয়ে পড়েছে।
একাধিকবার এই ব্রিজ এবং সংলগ্ন রাস্তা সারানোর দাবি স্থানীয়রা তুললেও কোনোও কাজ হয়নি বলে অভিযোগ। প্রায় ৪ বছর ধরে এই অবস্থা চলে আসছে সেখানে। ব্রিজে উঠতে গিয়ে অনেক সময় সেজন্য দুর্ঘটনা ঘটছে। কিন্তু কোনোও হেলদোল নেই প্রশাসনের।
আরও পড়ুন- অজ্ঞাত পরিচয় যুবতীর দেহ উদ্ধার! ডায়মন্ড হারবারে জলাশয় ঘিরে চাঞ্চল্যব্রিজ সংলগ্ন রাস্তাটিও বেহাল অবস্থায় রয়েছে। দিনের বেলা কোনও রকমে রাস্তা দিয়ে যাতায়াত করা গেলেও, রাতে এই রাস্তা দিয়ে চলাচল করা বিপজ্জনক হয়ে ওঠে। রাস্তায় খানাখন্দ থাকায় প্রায়শই ঘটে দুর্ঘটনা।
এ নিয়ে স্থানীয় বাসিন্দা লক্ষী মন্ডল জানান, সমস্যাটি দীর্ঘদিনের। প্রশাসনের সর্বস্তরে একথা জানানো হয়েছে। এলাকায় থাকেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। তবুও এই রাস্তা আর ভালো হয়না।
আরও পড়ুন- একই দাম নেই, তার ওপর ফলন কম, চিন্তার ভাঁজ দক্ষিণবঙ্গের আলু চাষিদের কপালেপ্রায়শই দুর্ঘটনা ঘটে এই রাস্তায়। সামনে পঞ্চায়েত ভোট, এবার অন্তত এই রাস্তাটি সারানো দরকার বলে জানিয়েছেন তিনি। এই রাস্তা দিয়ে ছাত্র-ছাত্রীরা যাতায়াত করে। বর্ষায় এই রাস্তা আরও সঙ্গীন হয়ে ওঠে বলে জানিয়েছেন তিনি। প্রশাসনের পক্ষ থেকে রাস্তা সারনোর আশ্বাস দেওয়া হয়েছে। এখন দেখার কবে এই রাস্তার হাল ফেরে।
নবাব মল্লিক
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।