হোম /খবর /দক্ষিণ ২৪ পরগনা /
ভাঙড়ের বোদরা নারকেলবেড়িয়ার কলাবাগান থেকে বোমা উদ্ধার 

South 24 Parganas News: ভাঙড়ের বোদরা নারকেলবেড়িয়ার কলাবাগান থেকে বোমা উদ্ধার

South 24 Parganas News: ভাঙড়ের বোদরা নারকেলবেড়িয়ার কলাবাগান থেকে বোমা উদ্ধার

South 24 Parganas News: ভাঙড়ের বোদরা নারকেলবেড়িয়ার কলাবাগান থেকে বোমা উদ্ধার

আবারো জেলার বিভিন্ন এলাকার পাশাপাশি  পঞ্চায়েত ভোটের আগে বোমা উদ্ধারভাঙড়ের বোদরা নারকেলবেড়িয়ার কলাবাগান থেকে ৪ টি বোমা উদ্ধার।

  • Share this:

ভাঙড়: জমি আন্দোলন থেকে রাজনৈতিক হিংসা সব সময় খবরের শিরোনামে থাকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্যতম প্রাণকেন্দ্র ভাঙ্গড়। আবারো জেলার বিভিন্ন এলাকার পাশাপাশি পঞ্চায়েত ভোটের আগে বোমা উদ্ধার হল কলাবাগান থেকে। আর এই বোমা উদ্ধার কে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

গোপন সূত্রে খবর পেয়ে ভাঙ্গড় থানার পুলিশ অভিযান চালিয়ে কলাবাগান থেকে বোমা উদ্ধার করলো। ঘটনাটি ঘটেছে ভাঙড় থানার বোদরা নারকেলবেড়িয়া এলাকায়।পুলিশ জানিয়েছে, চারটি তাজা বোমা উদ্ধার হয়েছে। এদিন ওই এলাকায় একটি নারকেল বাগানের মধ্যে প্লাস্টিক প্যাকেটের মধ্যে বোমা পড়ে থাকেন দেখেন স্থানীয় লোকজন।

পরে খবর পেয়ে পুলিশ গিয়ে বোমা উদ্ধার করে। পুলিশ জানিয়েছে কারা ওই এলাকায় বোমা মজুত করেছিল তা খতিয়ে দেখা হচ্ছে। এই বোমাগুবোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয় ।ঘটনাস্থলে বোম্ব স্কোয়াড এসে। বোমা গুলি নির্জন এলাকায় নিয়ে গিয়ে নিষ্ক্রিয় করা হয়।

সুমন সাহা

Published by:Arjun Neogi
First published:

Tags: South 24 Parganas news