বাসন্তী: বোমা বাঁধার সময় বিস্ফোরণ বাসন্তীতে। দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর তিতকুমার গ্রামের ভারতী মোড় এলাকায় তীব্র চাঞ্চল্য। স্থানীয়দের দাবি, মৃত্যু হয়েছে একজনের। জখম আরও দু’জন।
স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা চলছে তাঁদের। পঞ্চায়েত নির্বাচনের আগে বোমা বিস্ফোরণের ঘটনায় শুরু জোর রাজনৈতিক তরজা। স্থানীয়দের দাবি, দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর তিতকুমার গ্রামের ভারতী মোড় এলাকার বাসিন্দা মণিরুল খাঁ’র বাড়ি থেকে তীব্র বিস্ফোরণের শব্দ শোনা যায়। বিকট শব্দ পাওয়ামাত্রই এলাকাবাসী বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন। দৌঁড়ে যান ঘটনাস্থলে। দেখেন বেশ কয়েকজন জখম অবস্থায় এদিক সেদিক পড়ে রয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বাসন্তী থানার বিশাল পুলিশবাহিনী। জখম তিনজনকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়।
চিকিৎসকরা জানান একজনের মৃত্যু হয়েছে। বাকি দু’জনের চিকিৎসা চলছে। তাঁদের চোটও বেশ গুরুতর বলেই জানা গিয়েছে। এই ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে।
গ্রামে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে। এদিকে, শনিবার সকালে ক্যানিং থানার গোলাবাড়ি বাজার এলাকা থেকে বোমা উদ্ধার করা হয়। স্থানীয় বাসিন্দাদের দাবি ঘটনার সূত্রপাত হয় শুক্রবার রাতেই। স্থানীয় ব্লক সভাপতি শানু এবং ইটখোলা অঞ্চল উপপ্রধান খতিব সর্দারের অনুগামীদের মধ্যে বোমাবাজি শুরু হয়। চলে গুলিও।
আরও পড়ুন, নাগরিকত্ব দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে টুঁ শব্দ নেই,মতুয়া মন পেতে আবেগই সম্বল বিজেপির
আরও পড়ুন, বাবার মৃত্যুর পরই ভাগ্যবদল! পর পর বাঁধল লটারি, শেষে কোটিপতি ছেলে
শনিবার সকালে ওই এলাকা থেকে উদ্ধার করা হয় তাজা বোমা। স্থানীয় লোকজন ক্যানিং থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বোমা উদ্ধার করে। এই ঘটনায় এখনও পর্যন্ত ৬ জনকে আটক করেছে পুলিশ। বোমা বিস্ফোরণ এবং বোমা উদ্ধারের ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এই দু’টি ঘটনার নেপথ্যে বিজেপি রয়েছে বলেই দাবি রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেন, “বাংলা বোমা, বারুদের জায়গা নয়। তৃণমূল কংগ্রেস হিংসায় বিশ্বাসী নয়।”
সুমন সাহা
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।