ক্যানিং: ক্যানিংএ আগ্নেয়াস্ত্র তৈরির কারখানার হদিস। গ্রেফতার এক অস্ত্র ব্যবসায়ী। ক্যানিং থানার বালুইঝাকা গ্রাম থেকে তাকে গ্রেফতার করে বারুইপুর স্পেশাল অপারেশন টিমের সদস্য ও ক্যানিং থানার পুলিশ। ধৃতের বাড়ি থেকে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র তৈরীর সরঞ্জাম ও আগ্নেয়াস্ত্র কার্তুজ,উদ্ধার হয়েছে ২ টি ওয়ান শাটার পিস্তল, ২টি লং ও একটি সর্ট পাইপগান,এছাড়াও উদ্ধার ১২ বোরের ৪টি কার্তুজ ।একাধিক কার্তুজের খোল। ধৃতকে বৃহস্পতিবার আলিপুর আদালতে পেশ করা হয়। ১৪ দিনের পুলিশি হেফাজত চেয়ে আবেদন জানিয়েছে ক্যানিং থানার পুলিশ।ক্রেতা সেজে অস্ত্র কারবারি সঙ্গে হয় কথা বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশন টিমের সদস্যদের সঙ্গে। দুটি আগ্নেয়াস্ত্র কেনার জন্য ৬৫ হাজার টাকার রফা হয় অস্ত্র কারবারির সঙ্গে।ছদ্মবেশে গিয়ে হাতেনাতে ধরে অস্ত্র কারবারি কে। তার কাছ থেকে উদ্ধার হয় অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম।
আরও পড়ুন: Indian Railways: সামান্য টাকায় বিদেশ ভ্রমণ! ভারত থেকে ট্রেনেই যাত্রা করুন বিশ্বের এই দেশগুলিতে
আরও পড়ুন: এলাকায় নেই কাউন্সিলর, সন্ধানে পোস্টার ডায়মন্ডহারবারে পুলিশ সূত্রে খবর জলের মেশিনের আড়ালে চলত এই অস্ত্র কারবার। সাধারণ গ্রামবাসী ও মানুষ যাতে বুঝতে না পারে সে কারণে জল মেশিন চালিয়ে তৈরি করা হত অস্ত্র। জেলার বিভিন্ন প্রান্ত থেকে বরাত নিয়ে অস্ত্র তৈরি করে সেখানে পাচার করা হতো।
অর্পণ মণ্ডল
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: South 24 Parganas news