হোম /খবর /দক্ষিণ ২৪ পরগনা /
সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পরিচয়! ভালবাসার টানে যা করলেন আলিপুরদুয়ারের যুবতী

South 24 Parganas News: সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পরিচয়! ভালবাসার টানে যা করলেন আলিপুরদুয়ারের যুবতী

বিয়ের পরে প্রশান্ত ও তার স্ত্রী

বিয়ের পরে প্রশান্ত ও তার স্ত্রী

South 24 Parganas News: প্রেমিকের সঙ্গে নতুন জীবন শুরু করতে সুদূর আলিপুরদুয়ারের যুবতী থেকে চলে এলেন জয়নগরে

  • Share this:

জয়নগর: সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পরিচয়, ভালবাসার টানে পাহাড় থেকে সাগরে ছুটে এলেন যুবতী। ঠিক তেমনি সাক্ষী থাকল জয়নগর।প্রেমিকের সঙ্গে নতুন জীবন শুরু করতে সুদূর আলিপুরদুয়ারের যুবতী থেকে চলে এলেন জয়নগরে। পাহাড়ি বৌমাকে স্বাগত জানিয়েছেন যুবকের পরিবার।

 

আলিপুরদুয়ারের যুবতীর সঙ্গে প্রথমে ফেসবুকের মাধ্যমে আলাপ। তাঁর পরিচয় হয় জয়নগরের এক যুবককে। সেখান থেকে বন্ধুত্ব, তারপরে প্রেম ও বিয়ে করেন জয়নগর থানার এক যুবককে। মেয়েটির পরিবারের তরফে গত ১৫ই এপ্রিল আলিপুরদুয়ারের যাইগ্রাম থানায় মেয়ের নিখোঁজের ডায়েরি করা হয়। আর তার পরে যাইগ্রাম থানার পুলিশ জয়নগর থানার সঙ্গে যোগাযোগ করে। জয়নগর থানার চেষ্টায় মেয়েটির সন্ধান পাওয়া যায়।

আরও পড়ুন,  সোনা-রুপো কেনার কি এখনই সেরা সময়? চট করে জানুন আজকের দর

আরও পড়ুন, পুরীতে মারাত্মক দুর্ঘটনা! সমুদ্রে নামতেই এ কী বিপদ, আতঙ্কিত পর্যটকরাও

পুলিশ জানতে পারে মেয়েটি সাবালিকা। জানা গিয়েছে, জয়নগর থানার দক্ষিণ বারাসত নুরল্লাপুরের আলু ব্যবসায়ী প্রসাদ সর্দার নামে এক যুবককে বিয়ে করে সংসার করছে। পাহাড়ি বৌমাকে মন খুলে আপন করে নিয়েছে প্রশান্তর পরিবারের লোকজনের। তোড়জোড় করে অনুষ্ঠান না হলেও ঘরোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিয়ের কাজ সম্পন্ন হয়েছে।

সুমন সাহা

Published by:Suvam Mukherjee
First published:

Tags: Jaynagar