হোম /খবর /দক্ষিণ ২৪ পরগনা /
একবার বাঁধ ভাঙলেই ভেসে যাবে গোটা এলাকা! আতঙ্কের প্রহর গুনছে এলাকাবাসী

South 24 Parganas News: একবার বাঁধ ভাঙলেই ভেসে যাবে গোটা এলাকা! নদী বাঁধে বিরাট ফাটল, আতঙ্কের প্রহর গুনছে সকলে

একবার বাঁধ ভাঙলেই ভেসে যাবে গোটা এলাকা! নদী বাঁধে বিরাট ফাটল, আতঙ্কের প্রহর গুনছে সকলে

একবার বাঁধ ভাঙলেই ভেসে যাবে গোটা এলাকা! নদী বাঁধে বিরাট ফাটল, আতঙ্কের প্রহর গুনছে সকলে

সম্প্রতি পাথরপ্রতিমার গোপালনগর গ্রাম পঞ্চায়েতের দুর্গা গোবিন্দপুর গ্রামের গোবেদিয়া নদীর ৫০০ ফুট নদী বাঁধে ফাটল দেখা যায়। এরপরই আতঙ্কিত হয়ে পড়ে গ্রামবাসীরা।

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

পাথরপ্রতিমা: পাথরপ্রতিমার দুর্বল বাঁধের সংস্কারের কাজ শুরু করল সেচ দফতর।সম্প্রতি পাথরপ্রতিমার গোপালনগর গ্রাম পঞ্চায়েতের দুর্গা গোবিন্দপুর গ্রামের গোবেদিয়া নদীর ৫০০ ফুট নদী বাঁধে ফাটল দেখা যায়। এরপরই আতঙ্কিত হয়ে পড়ে গ্রামবাসীরা।

তবে ভরা কোটাল না থাকায় বড়সড় বিপদের হাত থেকে সে যাত্রায় রক্ষা পায় গ্রামবাসীরা। এই খবর পাওয়ার পর সেই জায়গায় সেচ দফতর তড়িঘড়ি কাজ শুরু করে। সামনেই রয়েছে বুদ্ধপূর্ণিমা তার আগে কাজ শেষ না করতে পারলে বাঁধে ধস নামতে পারে।

স্থানীয় গ্রামবাসীরা অভিযোগ করেছেন যে বাঁধে কোনওরকম মাটি দিয়ে জোড়া তালি দিয়ে কাজ করা হচ্ছে। সামনের কোটালে যদি জলস্ফীতি ঘটে তাহলে ওই নদী বাঁধ ভেঙ্গে সারা গ্রাম প্লাবিত হতে পারে । তারা আরও অভিযোগ করে জানান ওখানে নদীর জলের তীব্র স্রোত রয়েছে। যদি লোহার খাঁচা না দেওয়া হয় তাহলে নদীর ভাঙ্গন রোধ করা যাবে না।

আরও পড়ুন: চোখের সামনে মায়ের চরম সর্বনাশ হতে দেখল ছেলে! ভয়ে আর্তনাদ! তারপর? ভয়াবহ

সে কারণে ওখানে পাকাপোক্তভাবে কংক্রিটের নদী বাঁধের দাবি করেছেন স্থানীয় গ্রামবাসীরা। তারা আরও বলেন বিগত দিনে প্রাকৃতিক বিপর্যয়ের বহুবার ওই নদী বাঁধ ভেঙে গেছে। ফলে যেমন বাড়ি ভেঙেছে তেমনি ফসল নষ্ট হয়ে গেছে। তাই আগামী কোটালে যাতে ওই নদী বাঁধ না ভাঙ্গে তার জন্য তারা পাকাপোক্তভাবে স্থায়ী নদীবাঁধ নির্মাণের দাবি করেছেন।

নবাব মল্লিক

Published by:Ankita Tripathi
First published:

Tags: Patharpratima, South 24 Pargana news