#ডায়মন্ডহারবার: ডায়মন্ডহারবারে শুরু হল হুগলি নদীর পাড়ে সৌন্দর্যায়নের কাজ। গত ২ বছর এই কাজ প্রায় থমকে ছিল। নতুন করে আবারও ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়ের উদ্যোগে এই কাজ শুরু হয়েছে। যদিও এর মধ্যে ডায়মন্ডহারবার শহরকে সাজানোর কাজ চলছিল যথা নিয়মে।
আরও পড়ুন: চড়া দামে গাধার দুধ-মাংস বিক্রির হিড়িক, কারণ শুনলে চমকে যাবেন! অন্ধ্রপ্রদেশে চাঞ্চল্য
প্রায় দু'বছরের বেশি সময় পর গত ১৫ নভেম্বর ডায়মন্ডহারবারের রবীন্দ্র ভবনে প্রশাসনিক বৈঠক শেষ করে আবারও হুগলি নদীর পাড়ে সৌন্দর্যায়নের কাজ শুরু করার আশা প্রকাশ করেছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপরই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ ও নদী বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে প্রকল্পের কাজে নামতে চাইছে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন।আরও পড়ুন: 'সন্ত্রাস আর উচ্ছৃঙ্খলতার আরেক নাম বাম-কংগ্রেস', তীব্র আক্রমণ মানিক সাহার
সম্প্রতি পূর্ত ও সেচ দফতরের ইঞ্জিনিয়ার ও আধিকারিক, ডায়মন্ড হারবার পুরসভার ইঞ্জিনিয়ার ও আধিকারিকদের সঙ্গে নিয়ে ডায়মন্ড হারবারে হুগলি নদীর পাড় পরিদর্শন করেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপকগণ। নদীর তীরে সৌন্দর্যায়নের প্রকল্পের মতো কাজ করা যায় কি না, সে দিকটা ভাল করে খতিয়ে দেখতে চাইছেন বিশেষজ্ঞরা। ফলে নদী পাড়ের উপর দীর্ঘ পর্যবেক্ষণের পর বিশেষজ্ঞদের সিদ্ধান্ত ও উপদেশ পাওয়ার পরই প্রকল্পের কাজ শুরুর জন্য আবারও অর্থ বরাদ্দ করা হবে বলে জানা গিয়েছে।
নবাব মল্লিক
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।