উস্থি: মামার বাড়ি এসে মর্মান্তিক পরিণতি শিশুর। খেলতে গিয়ে খালের জলে তলিয়ে গেল ২ বছরের একরত্তি। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দক্ষিণ ২৪ পরগনার উস্তি থানার লালপোল এলাকায়। নিখোঁজ শিশু আফফান লস্করের বাড়ি জয়নগর থানা এলাকার ধপধপি এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বাবা মায়ের সঙ্গে উস্থিতে মামার বাড়ি এসেছিল আফফান। শনিবার বিকেলে ডায়মন্ড হারবারের মগরাহাটের ক্রিক খালের পাশে খেলার সময় অসাবধানতায় খালের জলে পড়ে তলিয়ে যায় বছর ২ এর আফফান লস্কর। সেই সময় খালে জোয়ারের টান থাকায় নিমেষেই জলের স্রোতে তলিয়ে যায় ২ বছরের শিশু। পরে আফফানের খোঁজে খালের জলে তল্লাশি শুরু করে পরিবার। খবর দেওয়া হয় উস্থি থানার পুলিশকে। খালের জলে শিশু তলিয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে উস্থির লালপোল এলাকায়।
উস্থি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ডায়মন্ড হারবার মগরাহাট খালে তল্লাশি অভিযান শুরু করে। কিন্তু এখনও পর্যন্ত নিখোঁজ শিশুর খোঁজ মেলেনি। পুলিশের তরফে জানানো হয়, ভরা জোয়ারের সময় শিশু খালে পড়ে তলিয়ে যায়। সন্ধ্যা নামতে আলো কমে আসে, উদ্ধারকাজে সমস্যা হচ্ছে।
আনিশ উদ্দিন মোল্লা
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: South 24 Pargana news