হোম /খবর /দক্ষিণ ২৪ পরগনা /
১৫ বছর ধরে পাঁচ টাকার বিনিময়ে রোগী দেখেন এই ডাক্তারবাবু!

South 24 Parganas News : ডাক্তারবাবুর ফি মাত্র পাঁচ টাকা! ১৫ বছর ধরে এত কম টাকায় পরিষেবা কীভাবে দিচ্ছেন? জানুন

X
রোগী [object Object]

পাঁচ টাকার বিনিময়ে মিলবে ডাক্তার দেখানোর সুযোগ।দীর্ঘ ১৫ বছর ধরে এই পরিষেবা দিয়ে আসছেন বিশিষ্ট চিকিৎসক যতীন্দ্রনাথ হালদার।

  • Share this:

দক্ষিণ ২৪ পরগনা : পাঁচ টাকার বিনিময়ে মেলে ডাক্তার দেখানোর সুযোগ। দীর্ঘ ১৫ বছর ধরে এই পরিষেবা দিয়ে আসছেন বিশিষ্ট চিকিৎসক যতীন্দ্রনাথ হালদার।তিনি মাত্র পাঁচ টাকার বিনিময় সপ্তাহে দুদিন সোমবার ও শুক্রবার রোগী দেখেন জয়নগর থানা এলাকার দক্ষিণ বারাসাতে।

ডাক্তারবাবুকে দেখাতে জয়নগর দক্ষিণ বারাসাত, গৌরহাট-সহ দূর দূর গ্রামে থেকে বহু মানুষ আসেন। ডাক্তারবাবুর দেখাতে গেলে আগে নাম নথিভুক্ত করা হবে আর তখনই নেওয়া হবে পাঁচ টাকা আর এই পাঁচ টাকার বিনিময়ে দেখানোর সুযোগ মিলবে। সপ্তাহে এই দুদিন ছাড়া ডাক্তারবাবু অন্যত্র চেম্বার করেন।

সপ্তাহে এই দুদিন সকাল আটটার মধ্যে ডাক্তারবাবু রোগী দেখা শুরু করেন যতক্ষণ রোগী থাকেন ততক্ষণে দেখেন ডাক্তারবাবু।কোনওদিন ৩০ আবার কোনদিন বা ৪০ জনেরও বেশি রোগী দেখতে হয় যতীন্দ্রনাথ বাবুকে।জ্বর সর্দি কাশি ছাড়া বিভিন্ন জটিল সমস্যা নিয়ে বহু মানুষ আসেন ডাক্তারবাবুর কাছে।নাম লেখানো থেকে ওষুধ দেওয়া পাশাপাশি রোগী দেখা সমস্ত কাজটি ডাক্তারবাবু নিজেই সামাল দেন।

আরও পড়ুন: ঘরের মধ্যে জোর করে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, তারপর যা হল… জানলে শিউরে উঠবেন

ডাক্তারবাবুর দিন দিন রোগীর সংখ্যা বেড়েই চলেছে। করোনার সময়ও ডাক্তার বাবু এভাবে চিকিৎসা দিয়ে মানুষের পাশে দাঁড়িয়ে ছিলেন। ডাক্তারবাবু বলেন, ‘প্রচুর মানুষ আছে যারা পয়সার অভাবে চিকিৎসা করাতে পারেন না। সেই সমস্ত রোগীদের কথা ভেবেই আমি এই পরিষেবা দিয়ে থাকি। আমরা ডাক্তারি পাস করার পর আমাদেরকে বলা হয়েছিল পয়সার বিনিময় নয় মানুষের পরিষেবা দেওয়াটাই আমাদের মূল কাজ। তাই পয়সার অভাবে কোন মানুষ চিকিৎসা করাতে না পারলে তাদেরকে এভাবে আমি চিকিৎসা দিয়ে যাব যতদিন বেঁচে থাকব।’

সুমন সাহা

Published by:Ankita Tripathi
First published:

Tags: Doctor, South 24 pargana