হোম /খবর /দক্ষিণ ২৪ পরগনা /
শুয়ে ছিলেন মহিলা, হঠাৎই ঘরে ঢুকে এলেন ভাসুর....তারপরেই রক্তারক্তি কাণ্ড

South 24 Parganas News: শুয়ে ছিলেন মহিলা, হঠাৎই ঘরে ঢুকে এলেন ভাসুর....তারপরেই রক্তারক্তি কাণ্ড

বিষ্ণুপুর থানা এলাকায় গৃহবধূকে ধর্ষণের চেষ্টা ভাসুরের, বাধা দিলে নির্যাতিতা ও তার স্বামীকে মারধরের অভিযোগ অভিযুক্ত ভাসুরের মেয়ে জামাইয়ের বিরুদ্ধে। বিষ্ণুপুর থানায় অভিযোগ নির্যাতিতার।

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

    বিষ্ণুপুর: গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল ভাসুরের বিরুদ্ধে৷ অভিযোগ, বাধা দিতে গেলে নির্যাতিতা ও তাঁর স্বামীকে মারধরও করা হয়৷ ঘটনায় ভাসুর ছাড়াও অভিযোগের তির উঠেছে তাঁর মেয়ে-জামাইয়ের বিরুদ্ধে। বিষ্ণুপুর থানায় এ নিয়ে অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা।

    পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত নিমাই দলুই (৫৫) পেশায় মাছ ব্যবসায়ী। দক্ষিণ ২৪ পরগণার বিষ্ণুপুর থানা এলাকার বাসিন্দা। নির্যাতিতার দাবি, এদিন তাঁর স্বামী ঘরে ছিলেন না, তিনি একাই শুয়ে ঘুমোচ্ছিলেন। অভিযোগ, আচমকাই অভিযুক্ত ভাসুর নিমাই দলুই তাঁর ঘরের ভিতরে ঢুকে আসেন৷ তার পরেই তাঁর উপরে চড়াও হয়ে তাঁকে ধর্ষণের চেষ্টা করেন।

    আরও পড়ুন: সুপারি কিলার দিয়ে নিজের স্ত্রীকে ধর্ষণ করিয়ে খুন! এ কী বীভ‍ৎস কাণ্ড ঘটালেন স্বামী

    বধূর চিৎকারে ছুটে আসেন তাঁর স্বামী৷ অভিযোগ, তিনি ধর্ষণে বাধা দিতে গেলে নিজের ভাইকেও মারধর করতে শুরু করে অভিযুক্ত। এমনকী, পরে অভিযুক্ত ভাসুরের মেয়ে ও জামাই খবর পেয়ে নির্যাতিতার বাড়িতে চড়াও হয়৷ তাঁরাও নির্যাতিতা ও তাঁর স্বামীকে পাল্টা বেধড়ক মারধর করে বলে অভিযোগ।

    স্থানীয়দের চেষ্টায় নির্যাতিতা ও তাঁর স্বামীকে আহত অবস্থায় উদ্ধার করে আমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। পরে বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্তরা। অভিযুক্তদের খোঁজে তদন্ত শুরু করেছে বিষ্ণুপুর থানার পুলিশ।

    অর্পণ মণ্ডল

    First published:

    Tags: South 24 pargana