জয়নগর: উচ্চ মাধ্যমিক পরীক্ষার শেষে ৫৭ দিন পর পরীক্ষার ফল প্রকাশ হল। সারা রাজ্যের সমস্ত জেলাকে টেক্কা দিয়ে উচ্চমাধ্যমিকে এগিয়ে দক্ষিণ চব্বিশ পরগনা। এ ছাড়াও উচ্চমাধ্যমিকে প্রথম ১০ জন রয়েছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন স্কুলের পড়ুয়া। সারা রাজ্যের মধ্যে প্রথম দশে স্থান করে নিয়েছে।
জয়নগরের তসরালা সরবেড়িয়া সনাতন হাই স্কুলের মেধাবী ছাত্র সৌম্যদীপ দত্ত। ছেলের এই অভূতপূর্ব ফলাফলে খুশি পরিবারের লোকজনের। সৌম্যদীপ রাজ্যে দশম স্থান অধিকার করেছে সৌম্যদীপের প্রাপ্ত নম্বর ৪৮৭। সৌম্যদীপ বলেন, পরীক্ষা খুবই ভাল হয়েছিল মনের মধ্যে, একটু সুপ্তবাসনা ছিল যে আমি র্যাঙ্ক করব।
কিন্তু এক থেকে দশের মধ্যে হব এটা ভাবতে পারিনি। রেজাল্ট শুনে আমি অত্যন্ত খুশি। ভবিষ্যতে ইংলিশ অনার্স নিয়ে প্রফেসর হওয়ার চিন্তা রয়েছে। প্রতিদিন আবার বাধা ধরা রুটিন ছিল না প্রতিদিনের পড়া প্রতিদিন করতাম। সারাদিন আট দশ ঘণ্টা পরতাম। ছেলের এই অভূতপূর্ব রেজাল্টের কার্যত বাবার চোখে আনন্দের অশ্রু।
সৌম্যদীপের বাবা সুনীল দত্ত বলেন, ছেলে ভাল ফল করবে এটাই আমরা আশা করেছিলাম কিন্তু দশম হবে সেটা আমরা ভাবতে পারিনি। পরিবারের সকলের মুখে হাসি ফুটিয়েছে সৌম্যদীপ। বড় হয়ে সৌম্যদীপ যেন মানুষের পাশে দাঁড়াতে পারে। ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী ছাত্র ছিল। পড়াশোনার প্রতি অদম্য ইচ্ছা ও যেত ছিল সৌম্যদীপের। ওর পরিশ্রমই ও সাফল্যের কারণ।
সুমন সাহা
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: South 24 Parganas news