কুলতলী: বড় বড় করে লাগানো আছে ফলক কোন কাজ হয়নি। আজও মাটির রাস্তা দিয়ে চলাচল করতে হয় কুলতলি র মাঝের খেয়া এলাকার মানুষদের। সুন্দরবনের অন্যতম প্রবেশদ্বার এই কুলতলী। আরে কুলতলী বিধানসভা এলাকার মানুষের আজ ও চলাচলের অন্যতম প্রধান রাস্তা মাটির। সামান্য বৃষ্টিতেই কাদা হয়ে যায়। কাদা পেরিয়েই যাতায়াত করতে হয় সাধারণ মানুষকে। রোগী নিয়ে হাসপাতালে যাওয়াই হোক, বা বাচ্চাদের স্কুল পাঠশালা, সবটাই চলে কাদা পেরিয়ে। এমনই পরিস্থিতি কুলতলির গুরগুরিয়া ভুবনেশ্বরী পঞ্চায়েতের মাঝের খেয়া এলাকায়।
মাঝের খেয়া থেকে ঢাকি় পর্যন্ত প্রায় চার কিলোমিটার একটি রাস্তা রয়েছে। রাস্তার বেশিরভাগ অংশই মাটির। আশেপাশের বেশ কিছু এলাকার কয়েকশো মানুষ এই রাস্তার উপর নির্ভরশীল। কিন্তু অভিযোগ, রাস্তাটি সংস্কারে কোনও উদ্যোগ নেই প্রশাসনের। স্থানীয় মানুষ জানান, রাস্তাটি কংক্রিটের করার জন্য বারবার প্রশাসনের কাছে আবেদন করা হয়েছিল। এমনকী প্রশাসন থেকে রাস্তার কাজ শুরুর আশ্বাসও মেলে। তাও কোন কাজ হয়নি তবে একশো দিনের কাজ প্রকল্পে ওই রাস্তা কংক্রিটের তৈরি হবে বলে এলাকায় ফলক লাগানো হয়।
কিন্তু তারপর থেকে দীর্ঘদিন কেটে গেলেও রাস্তার কাজ শুরু হয়নি।বর্ষাকালে এই রাস্তায় চলাচল করা দুর্বিষহ হয়ে ওঠে বলে জানান এলাকার মানুষজন। হাঁটু সমান কাদা জমে যায় রাস্তায়। দিন কয়েকের মধ্যেই ফের বর্ষা নামবে। তার আগে ঝড় বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এই পরিস্থিতিতে কী হবে ভেবেই আতঙ্কিত হয়ে পড়েছেন কুলতলী ভুবনেশ্বরী মাঝের খেয়া গ্রামের এলাকার মানুষ।
সুমন সাহা
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: South 24 Parganas news