সোনারপুর : যাত্রী তোলাকে কেন্দ্র করে বাসচালক ও অটোচালকদের মধ্যে বচসাকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় উত্তেজনা ছড়াল সোনারপুরের এসডি ৩ বাসস্ট্যান্ডে ৷ ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক বাস চালক ৷ তাঁকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ তিনি মাথায় চোট পেয়েছেন বলে জানা গিয়েছে ৷
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সোনারপুর থানার বিশাল পুলিশ বাহিনী ৷ বাসস্ট্যান্ড এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে ৷ সোনারপুর থেকে ঘটকপুকুর পর্যন্ত চলে এসডি ৩ রুটের বাস ৷ ঘটকপুকুর থেকে সোনারপুর আসার পথে WB 19K 9522 বাসটি তেমাথা মোড় থেকে অটোর যাত্রী তুলে নেয় বলে অভিযোগ ৷ এরপর বাসটি সোনারপুর স্ট্যান্ডে এলে বাসচালকের উপর হামলা চালায় অটোচালকরা ৷ লাঠি নিয়ে তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ ৷ ঘটনায় গুরুতর জখম হয়েছেন বাসচালক তাহির সর্দার ৷ আপাতত তিনি চিকিৎসাধীন বলে জানা গিয়েছে ৷
অটোচালক হাসান আলী মোল্লা, অভিযোগ তেমাথাএলাকায় বাসচালক অটোচালকদের কে অকথ্য ভাষায় গালিগালাজ করে পাশাপাশি প্রাণনাশের হুমকি দেয়।তিনি আরও বাসচালকে মারধরের কথা কার্যত স্বীকার করে নেন, পাল্টা তিনি বাস চালকদের বিরুদ্ধে মারধরের অভিযোগ করেন।
আরও পড়ুন: তিনশো টাকা কেজি, হাত দেওয়াই দায়! হঠাৎ কেন এতটা বেড়ে গেল আদার দাম?
গণ্ডগোলের খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে না যায় সেই কারণে মোতায়েন করা হয়েছে পুলিশ। প্রকাশ্যে রাস্তার উপরে সোনারপুরের মত জায়গায় যেভাবে অটোচালক ও বাসচালকরা পুলিশের সামনে মারধরের ঘটনা ঘটলো আতঙ্কিত সাধারণ যাত্রীরা।
অর্পণ মন্ডল
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: South 24 Parganas news