দক্ষিণ ২৪ পরগনা: একাধিক দাবিদাওয়া নিয়ে জেলা বিদ্যালয় পরিদর্শকের অফিসে অবস্থান বিক্ষোভে অংশ নিল স্কুল ও মাদ্রাসার প্রধান শিক্ষক-শিক্ষিকারা। মূলত শূন্যপদে শিক্ষক, শিক্ষাকর্মী নিয়োগের দাবিতে এই বিক্ষোভ দেখানো হয়।
দক্ষিণ ২৪ পরগনা জেলার হাইস্কুল ও মাদ্রাসার প্রধান শিক্ষক সংগঠন এএসএফএইচএম-র প্রায় ২০০ প্রধান শিক্ষক-শিক্ষিকা এই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন। বিক্ষোভ শেষে জেলা বিদ্যালয় পরিদর্শকের কাছে তাঁরা স্মারকলিপি জমা দেন।
আরও পড়ুন: গাছের ডাল মাথায় ভেঙে পড়ে মৃত্যু বৃদ্ধার, জখম আরও ১
শিক্ষকের শূন্য পদ পূরণের দাবি ছাড়াও বাংলার শিক্ষা পোর্টালের সমস্যার দ্রুত সমাধান ও স্কুল-মাদ্রাসায় ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করার দাবি তোলা হয়। পাশাপাশি বিদ্যালয় ও মাদ্রাসার সকল শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মীদের ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আওতায় আনার দাবিও তোলা হয়েছে। প্রধান শিক্ষকদের ভোটের ডিউটি, মিড ডে মিল সহ যাবতীয় নন অ্যাকাডেমিক কাজ থেকে অব্যাহতি দেওয়ার দাদিও উঠেছে এদিনের বিক্ষোভ কর্মসূচিতে।
এই বিক্ষোভ কর্মসূচিতে আলিপুর মহাকুমা থেকে ৩০ জন, বারুইপুর থেকে ৬০ জন, ক্যানিং থেকে ৩০ জন, ডায়মন্ডহারবার থেকে ৭০ জন ও কাকদ্বীপ থেকে ৩০ জন প্রধান শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহণ করেন। তাঁদের দাবি দ্রুত পূরণ না হলে ভবিষ্যতে আরও বড় আন্দোলনের পথে তারা হাটবেন বলে জানান প্রধান শিক্ষক সংগঠনের সভাপতি চন্দন কুমার মাইতি।
নবাব মল্লিক
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: South 24 Parganas news