হোম /খবর /দক্ষিণবঙ্গ /
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মোকা, সতর্ক প্রশাসন ডায়মন্ডহারবারে জরুরি বৈঠক

South 24 Pargana News: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মোকা, সতর্ক প্রশাসন ডায়মন্ডহারবারে জরুরি বৈঠক

X
চলছে [object Object]

৫ মে থেকে দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি কমবে বলে পূর্বাভাস রয়েছে। তবে এরই মধ্যে সপ্তাহান্তে নিম্নচাপ ঘনীভূত হওয়ার সম্ভাবনা বঙ্গোপসাগরে। যার জেরে নতুন সপ্তাহের ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। যার নাম মোকা।

  • Share this:

ডায়মন্ডহারবার: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মোকা’। সতর্ক প্রশাসন। ডায়মন্ডহারবারে চলল প্রি-মনসুন প্রিপারেশান মিটিং। মহাকুমা শাসকের দফতরে এই মিটিং-এর আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন ডায়মন্ডহারবারের মহাকুমা শাসক অঞ্জন ঘোষ।

প্রতিবছর বর্ষার আগে এই সভার আয়োজন করা হয়। এবছরও আয়োজিত হয়েছিল সভা। তবে, বঙ্গোপসাগরের উপর সৃষ্টি হওয়া নিম্নচাপ পরিস্থিতি ঘুর্ণিঝড়ে পরিবর্তিত হতে পারে‌, সেই কারণে সভার গুরুত্ব অনেকটাই বেড়েছে। হাজির ছিলেন সমস্ত লাইন ডিপার্টমেন্টের কর্মীরা। স্বাস্থ্য আধিকারিক, পুলিশ, দমকল, সেচ দফতরের আধিকারিকরা সভায় অংশ নেন। সেই সঙ্গে সভা থেকে প্রস্তুত থাকতে বলা হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। খতিয়ে দেখা হয়েছে কোথাও কোনও খামতি থেকে গিয়েছে কীনা। দুর্বল নদীবাঁধ জরুরি ভিত্তিতে সারানো-সহ একাধিক পদক্ষেপ নিতে বলা হয়েছে। সমস্ত লাইন ডিপার্টমেন্টকে সবরকম পরিস্থিতি মোকাবিলায় তৈরি থাকায় নির্দেশ দেওয়া হয়েছে।

এ’নিয়ে ডায়মন্ডহারবারের মহাকুমাশাসক অঞ্জন ঘোষ জানান, যে কোনও   প্রাকৃতিক বিপর্যয়ের সময়, মানুষজনকে আপৎকালীন পরিস্থিতিতে অতিদ্রুত কীভাবে উদ্ধার করা যায় সেদিকটি দেখা হয়েছে। কিছু প্রত‍্যন্ত এলাকা রয়েছে, যেখানে প্রাকৃতিক বিপর্যয়ে মানুষ ক্ষতিগ্রস্ত হয়, সেখানকার মানুষদের পরিষেবা পৌঁছে দিতে এই সভার আয়োজন করা হয়।

নবাব মল্লিক

Published by:Rukmini Mazumder
First published:

Tags: Mocha