#ডায়মন্ডহারবার : ডায়মন্ডহারবারে স্কুলের গন্ডোগোল মেটাতে অবশেষে হস্তক্ষেপ করল পুলিশ। প্রধান শিক্ষকের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ছাত্রছাত্রীরা দীর্ঘদিন ধরে স্কুলে বিশৃঙ্খলার পরিবেশ সৃষ্টি করছিল। যার জেরে কার্যত স্কুলে পড়াশোনার পরিবেশ বিঘ্নিত হচ্ছিল। অবশেষে পুলিশের হস্তক্ষেপে সেই যবনিকার সমাপ্তি ঘটল। ঘটনাটি ডায়মন্ডহারবারের পঞ্চগ্রাম প্রমথনাথ হাইস্কুলের। বেশ কিছুদিন যাবৎ স্কুলের অব্যবস্থা নিয়ে ছাত্রছাত্রীরা বিক্ষোভ দেখাচ্ছিল এই স্কুলে। তারা প্রধান শিক্ষককে বদলির দাবিও তুলেছিল। এর ফলে স্কুলের পঠনপাঠন ব্যাহত হয়।
পরিস্থিতি এতটাই খারাপ হয়ে পড়ে যে শেষ এক সপ্তাহে স্কুলে দ'বার তালা মারে ছাত্রছাত্রীরা। সমস্যা সমাধান করতে গিয়ে একাধিকবার ব্যর্থ হয় স্কুল কর্তৃপক্ষ। এই লাগাতার বিক্ষোভের জেরে স্কুলের পঠনপাঠন ব্যাহত হচ্ছিল। সমস্যা সমাধানে জেলার অতিরিক্ত স্কুল পরিদর্শক শিক্ষক, পড়ুয়া এবং অভিভাবকদের নিয়ে বিক্ষোভ করে। কিন্তু কোনো সমাধানসূত্র মেলেনি। ফলে স্কুলে অচলাবস্থা চলতে থাকে। অবশেষে ডায়মন্ডহারবারের এসডিপিও মিতুন কুমার দে সমস্যা সমাধানে স্কুলে যান।
আরও পড়ুনঃ মহিলাদের আত্মরক্ষায় ক্যারাটে প্রশিক্ষণ! তৈরি হচ্ছে 'যোদ্ধা'
এবং তিনি সেখানে স্কুলের পঠন পাঠন কোনোভাবে বন্ধ করা যাবে না বলে জানিয়ে দেন। এরপরই স্কুলের সামনে একটি দোকানে অভিযান চালান তিনি। সেখান থেকে নেশাজাতীয় দ্রব্য বিক্রি করা হয় অভিযোগ উঠছিল। এরপরই দোকানদারকে আটক করা হয়। স্কুলে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির জন্য স্কুলের প্রধান শিক্ষক আবু সৈয়দ বহিরাগতদের দ্বারা স্কুল ছাত্রছাত্রীদের উস্কানি দেওয়ার অভিযোগ তুলেছেন।
আরও পড়ুনঃ ডায়মন্ডহারবারে আয়োজিত লোকশিল্পীদের কর্মশালা
তিনি জানিয়েছেন কিছু ছাত্রছাত্রী কারুর মদতে এই কাজ করছে। এই ঘটনা জানার পর ডায়মন্ডহারবারের এসডিপিও ঘটনাস্থলে জানান স্কুলের পঠন পাঠন ব্যাহত করলে আইন আইনের পথে চলবে। কোনো অভিযোগ থাকলে নির্দিষ্ট জায়গায় তা জানাতে হবে। পুলিশের এই ভূমিকায় খুশি অভিভাবকরা।
Nawab Mallick
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Diamond Harbor, South 24 Parganas