হোম /খবর /দক্ষিণ ২৪ পরগনা /
এ কী দুর্দশা! 'মত্ত' পুলিশের গাড়ির ধাক্কায় আহত দুই শিশু

South 24 Parganas news: এ কী দুর্দশা! 'মত্ত' পুলিশের গাড়ির ধাক্কায় আহত দুই শিশু

 ধাক্কায় আহত দুই শিশু,ঘাতক গাড়ি ঘিরে বিক্ষভ

ধাক্কায় আহত দুই শিশু,ঘাতক গাড়ি ঘিরে বিক্ষভ

South 24 Parganas news: প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, সেই গাড়িতে 'পুলিশ' লেখা ছিল। ক্ষিপ্ত জনতা গাড়িটি আটকে রাখে।

  • Share this:

কৈখালী: থেকে কলকাতায় ফেরার পথে এক পুলিশ কর্মীর গাড়ির ধাক্কায় আহত দুই শিশু। কুলতলী থানার কালিতলা এলাকার ঘটনা।আহত বুলবুল মাইতি(৭) এবং সুপর্ণা নাইয়া(১৪)। স্থানীয় মানুষ দু'জনকে উদ্ধার করে প্রথমে জামতলা হাসপাতাল নিয়ে যায়।দুজনেরই অবস্থার অবনতি হলে কলকাতায় স্থানান্তরিত করেন চিকিৎসকরা। দু'জনের অবস্থা আশঙ্কাজনক।

প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, সেই গাড়িতে 'পুলিশ' লেখা ছিল। ক্ষিপ্ত জনতা গাড়িটি আটকে রাখে। পরে কুলতলী থানার পুলিশ গিয়ে গাড়ি ও গাড়িতে থাকা দু'জনকে উদ্ধার করে আনেন। স্থানীয় বাসিন্দা দেবাশীষ মন্ডলের অভিযোগ, গাড়ির চালকের সিটে বসে থাকা ব্যক্তি মত্ত অবস্থায় ছিলেন। নিজেকে পুলিশ বলে পরিচয় দেন তিনি।

গাড়িটি কৈখালীর দিক থেকে প্রচণ্ড গতিতে এসে ধাক্কা মারে দুই শিশুদের।রাস্তার ধারে ছিটকে পড়ে দু'জন। বর্তমানে দু'জন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। পরিবার সূত্রে খবর, দু'জন দোকানে খাবার কিনতে যাচ্ছিল, তখন পিছন দিক থেকে বেপরোয়া গতির গাড়িটি ধাক্কা মারে।

আরও পড়ুনঃ খুদে বৈজ্ঞানিকদের আবিষ্কার দেখতে ভিড় করছে ভীমপুরের মানুষ

আরও পড়ুনঃ বাজার কমিটির মাথায় প্রশাসক বসাতেই রাস্তায় নামলেন ক্ষুব্ধ ব্যবসায়ীরা

পুলিশ সূত্রে খবর, একটি মারুতি ওয়াগনর গাড়ি ধাক্কায় দুই শিশুকে ধাক্কা মারে। পার্ক সার্কাস থানার ট্র্যাফিক পুলিশে কর্মরত প্রশান্ত দে-কে  গ্রেফতার করা হয়। তিনিই গাড়ির চালক ।

অর্পন মন্ডল

Published by:Sanchari Kar
First published:

Tags: South 24 Parganas, South 24 Parganas news