হোম /খবর /দক্ষিণ ২৪ পরগনা /
‘সহবাস করতেই হবে’, বিবাহিত মহিলা সহ্য করতে পারলেন না প্রেমিকের চাপ, তারপর...

South 24 Paragans News: ‘সহবাস করতেই হবে’, বিবাহিত মহিলা সহ্য করতে পারলেন না প্রেমিকের চাপ, তারপর...

গ্রেফতার হওয়া প্রেমিক

গ্রেফতার হওয়া প্রেমিক

South 24 Paragans News: ঝাড়খন্ড এলাকার "দীনেশ দাস" কলকাতায় কাজে এসে পরিচয় হয় বারুইপুরের এক বছর বত্রিশের গৃহবধূ সঙ্গে। ধীরে ধীরে দুজনের মধ্যে সম্পর্ক পরিণত হয় প্রেমে।

  • Share this:

বারুইপুর: প্রেমিকের সহবাসের চাপ সহ্য করতেব না পেরে,সহবাসের নাম করে ডেকে পুলিশের হাতে প্রেমিককে তুলে দিলো প্রেমিকা।বিহারের ঝাড়খন্ড এলাকার "দীনেশ দাস" কলকাতায় কাজে এসে পরিচয় হয় বারুইপুরের এক বছর বত্রিশের গৃহবধূ সঙ্গে। ধীরে ধীরে দুজনের মধ্যে সম্পর্ক পরিণত হয় প্রেমে। তার পরে কাজের ফাঁকে দুজনে গল্প,কলকাতার একাধিক পার্কে চুটিয়ে প্রেম। কাজ সেরে বাড়ি ফেরার পরেও কথা ফোনের মাধ্যমে। সেখান থেকেই ভিডিও কলে কথা। ভালই চলছিল প্রেম।কয়েক মাস পরেই ঘটে প্রেমের আসল চেহারা।

গৃহবধূর অভিযোগ দীনেশ তার অজান্তেই তার ব্যাগ থেকে মোবাইল নিয়ে তার গোপন কিছু ছবি ও ভিডিও তার অর্থাৎ দীনেশের মোবাইলে নিয়ে, তাকে ব্ল্যাকমেইল করে। প্রথমে ওই ছবি ডিলিট করার নাম করে তাঁর সঙ্গে শারিরীক সম্পর্ক করে।

আরও পড়ুন, মাত্র দেড় মিনিটেই শেষ ইন্টারভিউ! প্রাথমিকে শিক্ষক নিয়োগে আরও বড় দুর্নীতির গন্ধ

আরও পড়ুন, ৬ বছর পরেও জানা যায়নি TET-এর ফল! মানিককে ২ লক্ষ টাকার জরিমানার নির্দেশ বহাল

ওই গৃহবধূর আরও অভিযোগ একবার না একাধিকবার কলকাতার বিভিন্ন হোটেলে তাকে নিয়ে গিয়ে শারিরীক সম্পর্ক করে। প্রথমের দিকে মানিয়ে নিতে পারছিলেন ওই গৃহবধূ। কিন্তু দিনে পর দিন এ-ই ঘটনা চলতে থাকার ফলে ওই গৃহবধূর বাড়ি ফেরার সময় বদল হওয়ায় ফলে স্বামী সন্দেহ করতে শুরু করে।

 

স্বামীর সঙ্গেও সময় দিতে পারছিলেন না। শেষমেষ সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায়ছিলেন ওই গৃহবধূ। এরপরই শুরু হয় দীনেশের সঙ্গে গৃহবধূর চরম অশান্তি। অন্যত্র কোথাও যেতে বললে যাচ্ছিলেন না ওই গৃহবধূ। পরে গোপন ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেওয়ার ভয় দেখিয়ে, বিভিন্ন হোটেলে আবার নিয়ে গিয়ে ইচ্ছার বিরুদ্ধে শারিরীক সম্পর্ক করে দীনেশ। শেষমেষ ওই গৃহবধূ বারুইপুর থানার দ্বারস্থ হন। পুলিশকে সমস্ত বিষয় খুলে বলেন।

সমস্ত বিষয় শোনার পর, পুলিশ ও ওই গৃহবধূ, নতুন ছক কষেন। গৃহবধূর প্রেমিক অর্থাৎ দীনেশকে শিয়ালদহ দক্ষিণ শাখার বারুইপুর স্টেশন ডাকেন। ওই গৃহবধূর কথামতো, দিনেশ স্টেশনে আসতেই সাদা পোশাকে থাকা পুলিশ কর্তারা দীনেশকে গ্রেফতার করে। দীনেশের বিরুদ্ধে ধর্ষণ-সহ একাধিক মামলা রুজু করেছে বারুইপুর থানার পুলিশ।

অর্পণ মন্ডল

Published by:Uddalak B
First published:

Tags: Crime