#রায়দিঘী: রায়দিঘীর এক প্রত্যন্ত এলাকা নন্দকুমারপুর। গত বেশ কয়েকবছরে একাধিক ঘটনা এই এলাকাকে লাইমলাইটে নিয়ে এসেছে। পঞ্চায়েতের লাগামছাড়া দূর্ণীতির জন্য বারবার খবরের শিরোনামে এসেছে এই এলাকা। পরিস্থিতি এতটাই খারাপ হয় যে একসময় শাসকদলই নিজেদের প্রধানকে বদলে দেয়।
নদীবাঁধের ভাঙনে প্রায় প্রতিবছরই প্লাবিত হয় এই নন্দকুমারপুরের বেশ কয়েকটি এলাকা। ছাতুয়ার মণি নদী ভাঙন ভয়াবহ আকার নিলে একসময় প্রশাসনকে মাঠে নামতে হয়। বাঁধ যদিও সারানো হয়েছে কোনোরকমে। কিন্তু সেই বাঁধ শক্তিশালী নয় বলে দাবি গ্রামবাসীদের। স্থানীয়রা আরও মজবুত বাঁধের দাবি তুলেছেন সেখানে।
আরও পড়ুনঃ পোড়া ছাইয়ের থেকে শেষ সম্বল খোঁজার চেষ্টা, অগ্নিকাণ্ডের সর্বহারারা তাকিয়ে সরকারের দিকে
এলাকায় দুর্নীতির অভিযোগ একসময় পঞ্চায়েতের এক সদস্যকেই কান ধরে ওঠ-বোস করিয়েছিল গ্রামবাসীরা। লাগামছাড়া দুর্নীতির অভিযোগে প্রধানকে সরিয়ে নতুন প্রধান করে তৃণমূল। নতুন প্রধান দায়িত্ব নেওয়ার পর কাজ শুরু করে এলাকায়। যদিও এ নিয়ে আক্ষেপের সুর রয়েছে নন্দকুমারপুরের বর্তমান প্রধান মাধবী হালদার পুরকাইতের গলায়। নতুন প্রধান হিসাবে দায়িত্ব নেওয়ার কিছুদিন পরই বন্ধ হয়ে যায় মহাত্মা গান্ধি জাতীয় কর্মনিশ্চয়তা প্রকল্পের টাকা আসার পক্রিয়া। ফলে এলাকায় অনেক কাজ করা যায়নি বলে জানিয়েছেন তিনি।
এলাকায় জলের সমস্যা, রাস্তার সমস্যা ও নদীবাঁধ ভাঙনের মত সমস্যা রয়েছে বলে জানিয়েছেন তিনি। সমস্যাগুলি যে খুবই প্রকট তা মানছেন গ্রামবাসীরাও। স্থানীয়রাও এই সমস্যাগুলি সমাধান করার দাবি তুলেছেন। তবে আগের থেকে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছেন তারাও। পঞ্চায়েত ভোটের আগে এলাকায় আরও অনেক উন্নয়নের কাজ করলে খুবই ভাল হয় বলে মনে করছেন গ্রামবাসীরা।
নবাব মল্লিক
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Panchayat Election 2023