হোম /খবর /দক্ষিণ ২৪ পরগনা /
সরকারি কাজে অভি‌যোগ-অসন্তোষ, নির্ভয়ে জানান দুয়ারে সরকার শিবিরে

Mamata Banerjee Government: সরকারি কাজে অভি‌যোগ-অসন্তোষ, নির্ভয়ে জানান দুয়ারে সরকার শিবিরে

X
Mamata [object Object]

Mamata Banerjee Government: এবার দুয়ারে সরকারের ক্যাম্পে। সাধারণ মানুষের যদি কোন রকম অভাব অভিযোগ থাকে কমপ্লেন করতে পারেন পরিচয় গোপন রাখা হবে

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

সোনারপুর: সরকারি কাজে আপনার কোন অভি‌যোগ থাকলেএবার দুয়ারে সরকারের শিবিরে জানাতে পারেন নির্ভয়ে। প্রতিটি সিবিরে থাকছে কমপ্লেন বক্স। আর এই বক্সে লিখিত অভি‌যোগ জানালে কোন ভয় নেই আপনার কারণ নামপরিচয় গোপন রাকা হবে।পঞ্চায়েত ভোটের আগে শুরু হল দুয়ারে সরকার ক্যাম্প। সরকারি নির্দেশ অনুযায়ী প্রতিটি বুথেই এই ক্যাম্প করা হচ্ছে বলে জানালেন সোনারপুর বিডিও। গরমের কথা মাথা রেখেই এবার ক্যাম্পে থাকছে চিকিৎসা পরিষেবাও।

এছাড়া দুয়ারে সরকার ক্যাম্প নিয়ে যদি কোনো অভিযোগ থাকে তাহলে তিনি অভিযোগ লিখে সেখানে জমা করতে পারবেন। তার নাম ও পরিচয় গোপন রাখা হবে বলে জানিয়েছেন বিডিও। তাছাড়া তিনি আরো বলেন সাধারণ মানুষ ওই কমপ্লেন বক্সে যে অভাব অভিযোগগুলি জানাবেন।

আরও পড়ুন: West Bengal Weather Update: আজও দুর্যোগ চলবে রাজ্যের বিভিন্ন জেলায়, আগামী কয়েকদিন আবহাওয়া কেমন থাকবে, জেনে নিন

সেগুলি কিন্তু আলাদা ভাবে ব্লক অফিসে গিয়েই খোলা হবে। যদি কারোর কোন অভিযোগ থাকে তাহলে কিন্তু নির্দ্বিধায় নির্ভয়ে দিতে পারবেন। পাশাপাশি তিনি আরো বলেন এবারে দুয়ারে সরকার প্রতিটা বুথে করার নির্দেশ দিয়েছেন রাজ্য সরকার। সেইমতো ২০৫ টা বুথে হচ্ছে এই শিবির পাশাপাশি বড় বড় ক্যাম্প গুলি প্রতিটা পঞ্চায়েতে হচ্ছে।

আরও পড়ুন: Siliguri News: আর কিছুক্ষণের মধ্যেই শুরু দুর্যোগ, বজ্রবিদ্যুৎ-সহ তুমুল শিলাবৃষ্টি দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়িতে

এবার লক্ষ্মী ভান্ডার করাতে গেলে আর স্বাস্থ্যসাথী কার্ড লাগবে না বলে জানানো হয়েছে। ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের আবেদন করতে পারবেন বেকার যুবক ও যুবতীরাও। ক্যাম্প চালু হওয়ার সঙ্গে সঙ্গেই ভিড় জমাচ্ছেন এলাকার বাসিন্দারা।

সুমন সাহা

Published by:Arjun Neogi
First published:

Tags: Mamata Banerjee Government, South 24 Parganas news