বারুইপুর : দক্ষিণ ২৪ পরগনা বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রে কেশবপুর গ্রামে শংকরপুর এক নম্বর দু নম্বর গ্রাম পঞ্চায়েত সংযোগকারী কেশবপুর কংক্রিটের সেতু উদ্বোধন করলেন বারুইপুর পশ্চিমের বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ও সেচমন্ত্রী পার্থ ভৌমিক। এই নব নির্মিত কংক্রিটের সেতু উদ্বোধনের ফলে এই এলাকার ৭০ হাজার মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে উপকৃত হবে।
এই কংক্রিট সেতু উদ্বোধনের ফলে দৈনিক ১.২৫ লাখ টাকার ও বার্ষিক ৪.৫ কোটি টাকার জ্বালানি সাশ্রয় হবে।এই নবনির্মিত ব্রিজ বিশেষ করে কেশবপুর, দাদপুর , মুলটি, বানীবেরিয়া, শংকরপুর ও কাঠালবেরিয়া অঞ্চলের বসবাসকারী চাষীদের কৃষি জমিগুলোকে সংযোগ করবে। এই অঞ্চল পুরওটাই কৃষি প্রধান তাই নবনির্মিত এই সেতুটি একসঙ্গে কৃষি কাজ এবং শিল্পের অগ্রগতিকে বিপুলভাবে সহায়তা করবে।
আরও পড়ুন: প্রবল বৃষ্টি! চলতি সপ্তাহ থেকেই আবহাওয়ার বিরাট পরিবর্তন! জানুন
এছাড়া এই নগর নবনির্মিত সেতুটি মগরাহাট এবং জয়নগরের সাথে কেশবপুর দাঁতপুর বনসুন্দরিয়া মুলটি, বাণীবেরড়িয়া শংকরপুর কাঠালবেরিয়া অঞ্চলগুলিকেও সংযোগে সাহায্য করবে। এই অঞ্চল গুলি নবনির্মিত সেতুর কারণে বারুইপুর, কল্যাণপুর, মগরাহাট এবং ধামুয়া রেল স্টেশনের সঙ্গে সাবলীলভাবে যুক্ত হবে এই কারণে যাতায়াত খরচ অনেক কমে যাবে এবং সময়ও বাঁচবে। যার কারণে বিপুল পরিমাণে মানুষের সুবিধা হবে এবং সামগ্রিকভাবে বহু সংখ্যক মানুষ অর্থনৈতিক এবং সামাজিক সুবিধা প্রাপ্ত হবে।
আরও পড়ুন: কোটি টাকা ব্যয়ে তৈরি হয়েছিল চেকড্যাম, তবু আজও পড়ে রয়েছে বেহাল অবস্থায়!
এই ব্রিজটি ৫.৫.৫ মিটার চওড়া, ০.৬ মিটার ফুটপাথ, ব্রিজের দৈর্ঘ্য ২৭.০৫ মিটার, ব্রিজের দুপাশে সেতু সংযোগকারী রাস্তার দৈর্ঘ্য ৩.৫ মিটার, ব্রিজটির নির্মাণের সময়কাল ছিল ২ বছর।ব্রিজটি সর্বমোট খরচ পড়েছিল ৩ কোটি ২১ লক্ষ ২২ হাজার টাকা।
সুমন সাহা
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: South 24 pargana