রায়দিঘি: সুন্দরবনের প্রত্যন্ত এক এলাকা হল কুমড়োপাড়া। গত বেশ কয়েকবছরে একাধিক ঘটনা এই এলাকাকে লাইমলাইটে নিয়ে এসেছে। মূলত নদীবাঁধ ভাঙার সমস্যা, রাস্তার সমস্যা ও পানীয় জলের সমস্যা এই এলাকার প্রধান সমস্যা।
এই এলাকায় একাধিক নদীবাঁধ রয়েছে। বামুনের ঘেরি, হাজরার ঘেরি, মাইতির ঘেরি-সহ একাধিক নদীবাঁধ রয়েছে এই এলাকায়। প্রায় প্রতি বছর প্রাকৃতিক বিপর্যয়ে এই নদীবাঁধগুলি ভেঙে অথবা উপচে জল চলে আসত গ্রামে।
সেই সমস্যার সমাধান করতে রাজ্য সরকারের পক্ষ থেকে একাধিক ব্যবস্থা নেওয়া হয়। যদিও বিরোধীদের অভিযোগ সঠিকভাবে এই কাজ করা হচ্ছে না। ফলে এখনও মাঝে মধ্যে ভাঙছে নদীবাঁধ।
আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি কাণ্ডের জল গড়াল টলিউডেও! অভিনেতা বনি সেনগুপ্তকে তলব ED-র
আরও পড়ুন: কুন্তল ঘোষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়েছিলেন বনি সেনগুপ্ত, কিন্তু কেন, জানালেন বাবা
এই এলাকায় বাড়ি বিজেপির মথুরাপুর সাংগঠনিক জেলার জেলা সভাপতি প্রদ্যুৎ বৈদ্য। তিনি জানিয়েছেন এই গ্রাম পঞ্চায়েত এলাকায় একাধিক সমস্যা রয়েছে। তার মধ্যে সব থেকে জলন্ত সমস্যা হল নদীবাঁধ ভাঙার সমস্যা।
এছাড়াও রয়েছে তীব্র জলসংকট, গরমের সময় অধিকাংশ নলকূপ বেহাল হয়ে পড়ে এলাকায়। এই সমস্যা সমাধানের জন্য ফলতা মথুরাপুর জলপ্রকল্পের কাজ শুরু ও হয়েছিল। সেই কাজও প্রায় শেষের মুখে। এছাড়াও এলাকায় রয়েছে রাস্তার সমস্যা। এই এলাকায় এখনও বেশ কিছু রাস্তা মাটির রাস্তা হিসাবে রয়ে গিয়েছে।
যদিও সেই দাবি উড়িয়ে কুমড়োপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান জয়দেব মান্না জানিয়েছেন তিনি আসার আগেই এলাকায় সমস্যা ছিল। কিন্তু বর্তমানে অধিকাংশ সমস্যার সমাধান তিনি করেছেন। মহাত্মা গান্ধী জাতীয় কর্মনিশ্চয়তা প্রকল্পের কাজের টাকা দীর্ঘদিন আটকে থাকায় অনেক কাজ থমকে গিয়েছিল। সাধ্যের মধ্যে যেটুকু করার তা তাঁরা করেছেন।
নবাব মল্লিক
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Panchayat Election 2023