হোম /খবর /দক্ষিণ ২৪ পরগনা /
মুদির দোকানেই বিক্রি, গৃহবধূর কাছ থেকে উদ্ধার লক্ষাধিক টাকার বেআইনি মদ

South 24 Parganas News: মুদির দোকানেই বিক্রি, গৃহবধূর কাছ থেকে উদ্ধার লক্ষাধিক টাকার বেআইনি মদ

বাজায়াপ্ত বেআইনি মদ

বাজায়াপ্ত বেআইনি মদ

South 24 Parganas News: গোপন সূত্রে খবর পেয়ে বারুইপুর থানার পুলিশ পিয়ালী স্টেশন এলাকা থেকে বেআইনি মদসহ এক মহিলাকে গ্রেফতার করল পুলিশ

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

অর্পণ মন্ডল, বারুইপুর: গোপন সূত্রে খবর পেয়ে বারুইপুর থানার পিয়ালি স্টেশন এলাকা থেকে বেআইনি মদ-সহ একজনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম সুপর্ণা ঘোষ। পিয়ালি থানা এলাকায় বাড়ি ওই গৃহবধূর।

ধৃতের কাছ থেকে লক্ষাধিক টাকার বেআইনি মদ উদ্ধার করেছে বারুইপুর থানার পুলিশ। ওই গৃহবধূকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করবে পুলিশ।

বারুইপুর থানার পিসি অফিসার রনি সরকারের টিম মঙ্গলবার সন্ধ্যায় হানা দেয় পিয়ালি স্টেশন এলাকায়। সেখানেই মুদির দোকান থেকে উদ্ধার করে এই বিপুল পরিমাণের বিদেশি মদ। যার বাজার মূল্য লক্ষাধিক টাকা।

আরও পড়ুন :  বৃদ্ধাশ্রমে থাকার সময় আলাপ ও প্রেম, বিয়ে করলেন সত্তরোর্ধ্ব বৃদ্ধ ও বৃদ্ধা

পুলিশ সুত্রের খবর, বেশ কয়েকদিন ধরেই পিয়ালি এলাকা থেকে অভিযোগ আসছিল, এলাকায় বেইনি ভাবে বিদেশি মদ বিক্রি হচ্ছে। এর পরেই পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার করে ওই গৃহবধূকে। প্রাথমিকভাবে অনুমান আসন্ন দোল উৎসবে বিক্রির জন্য এই বিপুল পরিমাণ বিভিন্ন কোম্পানির বিদেশি মদ মজুত করেছিল ওই গৃহবধূ।

Published by:Arpita Roy Chowdhury
First published:

Tags: South 24 Parganas