অর্পণ মন্ডল, বারুইপুর: গোপন সূত্রে খবর পেয়ে বারুইপুর থানার পিয়ালি স্টেশন এলাকা থেকে বেআইনি মদ-সহ একজনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম সুপর্ণা ঘোষ। পিয়ালি থানা এলাকায় বাড়ি ওই গৃহবধূর।
ধৃতের কাছ থেকে লক্ষাধিক টাকার বেআইনি মদ উদ্ধার করেছে বারুইপুর থানার পুলিশ। ওই গৃহবধূকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করবে পুলিশ।
বারুইপুর থানার পিসি অফিসার রনি সরকারের টিম মঙ্গলবার সন্ধ্যায় হানা দেয় পিয়ালি স্টেশন এলাকায়। সেখানেই মুদির দোকান থেকে উদ্ধার করে এই বিপুল পরিমাণের বিদেশি মদ। যার বাজার মূল্য লক্ষাধিক টাকা।
আরও পড়ুন : বৃদ্ধাশ্রমে থাকার সময় আলাপ ও প্রেম, বিয়ে করলেন সত্তরোর্ধ্ব বৃদ্ধ ও বৃদ্ধা
পুলিশ সুত্রের খবর, বেশ কয়েকদিন ধরেই পিয়ালি এলাকা থেকে অভিযোগ আসছিল, এলাকায় বেইনি ভাবে বিদেশি মদ বিক্রি হচ্ছে। এর পরেই পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার করে ওই গৃহবধূকে। প্রাথমিকভাবে অনুমান আসন্ন দোল উৎসবে বিক্রির জন্য এই বিপুল পরিমাণ বিভিন্ন কোম্পানির বিদেশি মদ মজুত করেছিল ওই গৃহবধূ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: South 24 Parganas