হোম /খবর /দক্ষিণ ২৪ পরগনা /
মুখে হাত চাপা দিয়ে গৃহবধূকে নিয়ে যাওয়া হল ফাঁকা জায়গায়, তার পর পরিণতি ভয়ঙ্কর 

South 24 Parganas News: মুখে হাত চাপা দিয়ে গৃহবধূকে নিয়ে যাওয়া হল ফাঁকা জায়গায়, তার পর পরিণতি ভয়ঙ্কর 

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

South 24 Parganas News: গৃহবধুকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে ফাঁকা জায়গায় ধর্ষণ করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানার রাজপুর সোনারপুর পুরসভার ৫ নম্বর ওয়ার্ডে। নির্যাতিতা গড়িয়া ষ্টেশন এলাকায় ভাড়া থাকেন।

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

অর্পণ মণ্ডল, নরেন্দ্রপুর: গৃহবধূকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে ফাঁকা জায়গায় ধর্ষণ করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানার রাজপুর সোনারপুর পুরসভার ৫ নম্বর ওয়ার্ডে। নির্যাতিতা গড়িয়া স্টেশন এলাকায় ভাড়া থাকেন। তিনি একটি আয়া সেন্টারে কাজ করেন।

অভিযুক্ত যুবক কাজের খোঁজ দেবেন বলে তাঁকে প্রথমে ডাকাডাকি করেন। অভিযোগ, নীচে নামলে তার মুখে হাত চাপা দিয়ে তাকে একটি ফাঁকা জায়গায় নিয়ে যাওয়া হয়। খুব সকালে এই ঘটনা ঘটে।

এমনিতেই সকালবেলা রাস্তাঘাট ফাঁকা ছিল। তার উপর কুয়াশার কারণে এই অপরাধ থেকে যায় লোকচক্ষুর আড়ালেই। দাবি স্থানীয় বাসিন্দাদের।এই ঘটনায় শনিবার সকালেই নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা। খবর পেয়েই অভিযুক্তকে গড়িয়া ষ্টেশন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন :  মহাশিবরাত্রির পুণ্যলগ্নে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ নদিয়ার মাজদিয়ার শিব নিবাসে পুণ্যার্থীদের ঢল

এই ঘটনায় নির্যাতিতাকে ধর্ষণ ও হুমকি দেওয়ার অভিযোগে ৩৭৬ ও ৫০৬ ধায়ায় মামলা রুজু করেছে পুলিশ। অভিযুক্তকে আজ বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে।

Published by:Arpita Roy Chowdhury
First published:

Tags: South 24 Parganas