হোম /খবর /দক্ষিণ ২৪ পরগনা /
উদ্ধার নকল জ্বালানী তেল তৈরির উপকরণ! দূষণ ও দুর্ঘটনার হাত থেকে বাঁচাল পুলিশ

South 24 Parganas News : উদ্ধার নকল জ্বালানী তেল তৈরির উপকরণ! দূষণ ও দুর্ঘটনার হাত থেকে বাঁচাল জীবনতলার পুলিশ

উদ্ধার নকল জ্বালানি তেল

উদ্ধার নকল জ্বালানি তেল

South 24 Parganas News : সমস্ত কাটা তেল ও কাটা তেল তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে। সেখান থেকে ১২টি জ্যারিক্যান ও ৫ ড্রাম কাটা তেল উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ।

  • Share this:

জীবনতলা: দীর্ঘদিন ধরে পুলিশের কাছে খবর আসছিল জীবনতলা এলাকার মল্লিকাটি গ্রামে বেশ কিছুদিন ধরে প্রচুর নকল জ্বালানি তেল তৈরি করে সরবরাহ করা হচ্ছিল। তারপর পুলিশ তৎপর হয়ে দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানার পুলিশ মল্লিকাটি গ্রামে তল্লাশি অভিযান চালিয়ে প্রচুর নকল জ্বালানী তেল ও তেল তৈরির উপকরণ উদ্ধার করল।

সেখানে সিদ্দিক গাজি নামে এক ব্যক্তি এই কাটা তেলের ব্যবসা করছেন বলে পুলিশের কাছে খবর আসে। সেই খবর পেয়েই পুলিশ সোমবার রাতে হানা দেয়। এই সমস্ত কাটা তেল ও কাটা তেল তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে। সেখান থেকে ১২টি জ্যারিক্যান ও ৫ ড্রাম কাটা তেল উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ।

আরও পড়ুন: পড়াশোনায় মন বসে না সন্তানের? টেবিলে রাখুন এই গাছ, জানুন কোন গাছের কী উপকারিতা

আরও পড়ুন: জীবনে নেমে আসবে ঘোর অন্ধকার! পা ঝুলিয়ে বসে এই কাজটি করেন না তো? শুধরে ফেলুন আজই

পুলিশের দাবি, দীর্ঘদিন ধরেই সিদ্দিক গাজি এই কাটা তেলের ব্যবসা করছে। স্থানীয় সস্তাখালি বাজারে এই কাটা তেল বিক্রি করতেন তিনি। মূলত অটো ও মোটর বাইকের জ্বালানী হিসেবেই এগুলিকে ব্যবহার করা হত। সিদ্দিক রাতেই পালিয়ে যান। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

এ প্রসঙ্গে স্থানীয় বাসিন্দাদের দাবি, এই গ্রামে দীর্ঘ দিন ধরে এইভাবে কাটা তেলের ব্যবসা করছেন সেই ব্যক্তি। যে কোনও সময় বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। পাশাপাশি এই কাটা তেলের কারণে বিভিন্ন রকমের সমস্যা তৈরি হয়। বায়ু দূষণ থেকে দুর্ঘটনা। তাই পুলিশ তৎপর হয়ে এগুলি বাজেয়াপ্ত করে।

সুমন সাহা

Published by:Teesta Barman
First published:

Tags: South 24 Parganas