হোম /খবর /দক্ষিণ ২৪ পরগনা /
দুই দুয়ারে জেলাশাসকের ঢুঁ, হাল দেখে নিশ্চিন্ত হলেন

South 24 Parganas News: সাধারণ মানুষ পরিষেবা পাচ্ছে তো? জানতে একই দিনে দুয়ারে ডাক্তার ও দুয়ারে সরকার শিবিরে ঢুঁ জেলাশাসকের

কুলতলির দুয়ারে ডাক্তার ও দুয়ারে সরকার শিবির পরিদর্শন করলেন দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক সুমিত গুপ্তা। কুলতলির জামতলায় বিআর আম্বেদকর কলেজে মঙ্গল ও বুধবার দু'দিনের দুয়ারে ডাক্তার শিবিরের আয়োজন হয়।

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

দক্ষিণ ২৪ পরগনা: এবারের দুয়ারে সরকার শিবিরেও উৎসাহ নিয়ে হাজির হচ্ছেন বহু মানুষ। প্রথম পাঁচ দিনের ফলাফল যথেষ্ট আশাব্যঞ্জক। এই অবস্থায় দুয়ারে সরকার শিবির ঘিরে সাধারণ মানুষের কী প্রতিক্রিয়া তা জানতে প্রত্যন্ত গ্রামে গিয়ে হাজির হলেন খোদ জেলাশাসক।

বুধবার কুলতলির দুয়ারে ডাক্তার ও দুয়ারে সরকার শিবির পরিদর্শন করলেন দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক সুমিত গুপ্তা। কুলতলির জামতলায় বিআর আম্বেদকর কলেজে মঙ্গল ও বুধবার দু'দিনের দুয়ারে ডাক্তার শিবিরের আয়োজন হয়। কলকাতার এসএসকেএম হাসপাতালের ১০ জন বিশেষজ্ঞ চিকিৎসক এই শিবিরে এসে গ্রামের মানুষের চিকিৎসা করেন। বুধবার সেই শিবির পরিদর্শনে আসেন জেলাশাসক, সিএমওএইচ মুক্তিসাধন মাইতি সহ জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকেরা।

আরও পড়ুন: চা বাগানের লিজ জমি ফ্রি হোল্ড হলে কাজ হারাতে হতে পারে, আশঙ্কায় রাজ্যের সিদ্ধান্তের বিরোধিতা শ্রমিকদের

এই শিবির পরিদর্শন শেষে জেলাশাসক জানান, শিবির থেকে দু'দিনে প্রায় ১৬০০ মানুষ চিকিৎসা পরিষেবা পেয়েছেন। অস্ত্রপোচারের প্রয়োজন আছে এমন রোগীদের পরবর্তীকালে প্রয়োজনে এসএসকেএম হাসপাতালে নিয়ে গিয়ে অস্ত্রপোচার করানো হবে। সিএমওইচ জানান, এলাকার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলির পরিকাঠামো উন্নতিতে অর্থ বরাদ্দ করা হয়েছে। দ্রুত সেই বরাদ্দের কাজ শুরু হবে।প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলিতে নিয়মিত চিকিৎসক না থাকা নিয়ে প্রচুর অভিযোগ রয়েছে। সিএমওএইচ জানান, সমস্যা সমাধানের চেষ্টা চলছে।

বুধবার এক‌ইসঙ্গে জামতলার ভগবানচন্দ্র স্কুলের দুয়ারে সরকার শিবিরও পরিদর্শন করেন জেলাশাসক। এই শিবির পরিদর্শন শেষে জেলাশাসক জানান, দুয়ারে সরকার শিবিরে ভাল সাড়া মিলছে। সাধারণ মানুষের সমস্যা দ্রুত মেটানোর চেষ্টা করা হচ্ছে।

সুমন সাহা

Published by:kaustav bhowmick
First published: