#ক্যানিং : দক্ষিণ ২৪ পরগনা জেলার সুন্দরবনের অন্যতম গুরুত্বপূর্ণ হাসপাতাল ক্যানিং মহকুমা হাসপাতাল। আর সেই হাসপাতালে ছিল অস্বাস্থ্যকর পরিবেশ। হাসপাতাল চত্বরে যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল ময়লা আবর্জনা। হাসপাতাল চত্বরের অস্বাস্থ্যকর পরিবেশ নিয়ে সরব হয়েছিলেন বিধায়ক থেকে রোগী ও রোগীর পরিজনরা। আর আজ সকালে হাসপাতাল চত্বরের ময়লা আবর্জনা পরিষ্কার করতে ঝাঁটা হাতে সাফাই অভিযানে নামলেন ক্যানিং পশ্চিম এর বিধায়ক পরেশ রাম দাস। বিধায়কের উদ্যোগে পরিষ্কার করা হলো হাসপাতাল চত্বর। এতে খুশি রোগীর পরিবার থেকে এলাকার সাধারণ মানুষ।
এ বিষয়ে ক্যানিং পশ্চিমের বিধায়ক পরের রাম দাস তিনি সাংবাদিকদের জানান, “আমি নিজে এসে দেখলাম ক্যানিং হাসপাতালে সামনে বিভিন্ন প্লাস্টিকের মধ্যে পুটলি বেঁধে বেঁধে হাসপাতাল চত্বরে বিভিন্ন নোংরা জিনিসপত্র পড়ে আছে। সেগুলি আমি নিজে হাতে পরিষ্কার করলাম পাশাপাশি আমি হাসপাতাল কর্তৃপক্ষকে বলব আগামী দিন যেন এই ধরনের নোংরা যাতে না করে। এই ক্যানিং হাসপাতালে বহু মানুষের আনাগোনা হাসপাতালে আরো একটি গেট সবসময় বন্ধ থাকে। গেট রাখে মানুষ যাতায়াত করার জন্য, গেট যদি বন্ধ থাকে তাহলে মানুষের যাতায়াতের অসুবিধা হবে।
আরও পড়ুনঃ হারাতে বসা পুতুলনাচ বাঁচাতে হাতে কলমে প্রশিক্ষণ পরবর্তী প্রজন্মকে
আমি আধিকারিকদের বলব হয় গেটটি বন্ধ করে দিয়ে পাঁচিল দিয়ে দেওয়া হোক, না হলে গেটটি খুলে দেওয়া হোক সাধারণ মানুষের চলাফেরার জন্য। এই ধরনের নোংরা যদি হাসপাতালে মধ্যে পড়ে থাকে তাহলে এর থেকে আরও রোগ জীবাণু ছড়াবে। শুধুমাত্র একদিন এসে পরিষ্কার করলে হবে না সেটা আমি জানি। কিন্তু এর আশেপাশে যেসব দোকানদাররা আছেন বা রোগীর পরিবার অথবা হসপিটাল কর্তৃপক্ষরা, তাঁরা যেন নোংরা যেখানে সেখানে না ফেলে।
আরও পড়ুনঃ স্বচ্ছতা বজায় রাখাই লক্ষ্য, ডায়মন্ডহারবারে চলছে পৌর গৃহসমীক্ষার কাজ
যেখানে হাসপাতাল একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা যেখানে মানুষ রোগ সারাতে আসে এই জীবাণু মাধ্যমে রোগ যদি বেড়ে যায় তাহলে আমরা কিন্তু বিপদে পড়ব। তাই আজকে আমরা প্রথম দিন এসে পরিষ্কার করার চেষ্টা করলাম। আগামী দিনে কোন মানুষ যাতে হাসপাতালে মধ্যে নোংরা আবর্জনা না ফেলে। আমি হাসপাতাল সুপারের সাথে কথা বলব এখানে যে সাফাই কর্মীরা আছে তারা যেন প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্ন রাখে”।
Suman Sahaনিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Canning, South 24 Parganas