হোম /খবর /দক্ষিণ ২৪ পরগনা /
ক্যানিংয়ে আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতী গ্রেফতার

South 24 Parganas News: ক্যানিংয়ে আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতী গ্রেফতার

উদ্ধার আগ্নেয়াস্ত্র

উদ্ধার আগ্নেয়াস্ত্র

গোপন সূত্রে খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করল। শুক্রবার রাতে দক্ষিণ২৪ পরগনার ক্যানিং থানার ভলেয়া গ্রামে তল্লাশি অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় ইসরাফিল লস্কর কে।

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

#ক্যানিং : গোপন সূত্রে খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করল। শুক্রবার রাতে দক্ষিণ২৪ পরগনার ক্যানিং থানার ভলেয়া গ্রামে তল্লাশি অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় ইসরাফিল লস্কর কে। ধৃতের কাছ থেকে একটা আগ্নেয়াস্ত্র দুটি ধারালো অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। দীর্ঘদিন ধরে সে অস্ত্র মজুত রেখেছে বলে পুলিশের দাবি। সম্প্রতি এলাকায় পুলিশি ধরপাকড় বেশি হওয়ার কারণে এই আগ্নেয়াস্ত্র বিক্রি করার জন্য চেষ্টা করছিল ইসরাফিল লস্কর।

গভীর রাতে গোপন সূত্রে ক্যানিং থানার পুলিশ খবর পেয়ে হাটপুকুড়িয়া গ্রাম পঞ্চায়েতের ভলেয়া খাল পাড় এলাকা থেকে গ্রেফতার করে ধৃতকে পাঁচ দিনের পুলিশ হেফাজত চেয়ে আদালতে তোলা হয় শনিবার। পাশাপাশি পুলিশ বিশেষ সূত্রে জানতে পেরে যায় অভিযুক্ত ইসরাফিল লস্কর বেশ কিছুদিন ধরে অস্ত্র মজুত করছিল। পুলিশ বিভিন্নভাবে তদন্ত চালাচ্ছিলো, তারপর পুলিশ হাতে নাতে ইসরাফিলকে অস্ত্র সহ ধরে ফেলে।

আরও পড়ুনঃ কৃষ্ণচন্দ্রপুরে পালিত জাতীয় পুষ্টি মাসের অনুষ্ঠান, সেমিনারের আয়োজন

ব্যাপারে ক্যানিং এসডিপিও দিবাকর দাস তিনি জানান, “আমরা একটি সোর্স ইনফরমেশন লাগিয়ে ইসরাফিল লস্করকে হাটপুকুরিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় ওর বাড়ি থেকে ওকে গ্রেফতার করি, ওর কাছ থেকে আমরা একটি লং পাইপ গান এবং একটি ফোল্ডিং চাকু একটি নেপালা উদ্ধার করেছি।

আরও পড়ুনঃ ষাঁড়াষাঁড়ির কোটালের প্রভাব! জলমগ্ন কাকদ্বীপ মৎস‍্যবন্দর, বাড়ছে সমস্যা

বেআইনি অস্ত্র রাখার অপরাধে ওকে গ্রেফতার করেছি এবং ওকে কোর্টে তোলার পর আমরা মহামান্য আদালতের কাছে পাঁচ দিনের পুলিশ হেফাজতের আবেদন করেছি। সেই মতো ওকে আমরা নিজেদের হেফাজতে নিয়ে এই বিষয়ে আরো তদন্ত করব। কি কারণে অস্ত্র রেখেছিল এবং আরও কোন বড়ো সড় চক্রের সাথে যুক্ত আছে কিনা সে বিষয়ে তদন্ত করা হবে।“

 

 

 

Suman Saha

Published by:Soumabrata Ghosh
First published:

Tags: Canning, South 24 Parganas