বারুইপুর: পঞ্চায়েত ভোটের আগে বিরোধী দলের কর্মীকে মারধরের অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় বারুইপুর থানার নবগ্রামে।
অভিযোগ, স্থানীয় গোয়ালবেড়িয়া বাজারে চা খাওয়ার সময় বেধড়ক মারধর করা হয় উত্তম নস্কর ও অরূপ নস্কর নামে দুই কর্মীকে। শুধু বেধড়ক মারধর নয়, চোখে মুখে লঙ্কার গুঁড়া ছিটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। এরপর তাদের আহত অবস্থায় রাস্তার পাশে ফেলে দিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। শাসক দল পঞ্চায়েত ভোটের আগে এলাকায় অশান্তি ছড়াতে চাইছে বলে অভিযোগ করেছে বিরোধীরা। এই ঘটনায় দোষীরা গ্রেফতার না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব।
আরও পড়ুন: সিকিমে ধর্মঘট, খা খা করছে গ্যাংটক! বেড়াতে গিয়ে বেজায় বিপাকে পর্যটকরা
যদিও অভিযোগ অস্বীকার করেছেন এলাকার শাসকদলের নেতৃত্ব। বারুইপুর ব্লক তৃণমূলের সভাপতি শ্যামসুন্দর চক্রবর্তীর পালটা দাবি, আক্রান্তরা এলাকায় অশান্তি পাকাতে এসেছিল। সেই সময় স্থানীয়দের সঙ্গে বচসা, মারামারি হয়েছে। এরা এলাকায় সমাজবিরোধী কাজের সঙ্গে যুক্ত। পুলিশ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা যাতে নেয় সেই দাবি জানিয়েছেন তিনি। বিজেপির দাবি, গত বিধানসভা নির্বাচনের পর থেকেই এই বিজেপি কর্মীরা এলাকা ছাড়া ছিল। তারপরও এইভাবে হামলা করছে। এই ঘটনায় বারুইপুরের SDPO অতীশ বিশ্বাস জানান ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। বর্তমানে আক্রান্তরা বারুইপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। আক্রান্তদের অভিযোগ স্থানীয় পঞ্চায়েতের উপপ্রধান আক্তার মোল্লার নির্দেশে উত্তম দাস, বাবলু দাস ও তাদের সঙ্গীরা এই হামলা চালিয়েছে।
সুমন সাহা
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Baruipur, Panchayat Election 2023