হোম /খবর /দক্ষিণ ২৪ পরগনা /
এলাকায় চাই শান্তি, তাই অস্ত্র জমা দেওয়ার ডাক দিলেন বিধায়ক!

South 24 Parganas News: এলাকায় চাই শান্তি, তাই অস্ত্র জমা দেওয়ার ডাক দিলেন বিধায়ক!

এলাকায় শান্তি বজায় রাখতে অস্ত্র জমা দেওয়ার ডাক দিলেন বিধায়ক। দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং মহকুমা হাসপাতালে পরিদর্শনে আসেন বাসন্তীর বিধায়ক তথা ক্যানিং মহকুমা হাসপাতালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান শ্যামল মন্ডল।

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

#ক্যানিং : এলাকায় শান্তি বজায় রাখতে অস্ত্র জমা দেওয়ার ডাক দিলেন বিধায়ক। দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং মহকুমা হাসপাতালে পরিদর্শনে আসেন বাসন্তীর বিধায়ক তথা ক্যানিং মহকুমা হাসপাতালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান শ্যামল মন্ডল। তবে তিনি এই দিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান বাসন্তীতে শান্তি বজায় রাখতে যেসব দুষ্কৃতী বা দলমত নির্বিশেষে সকল মানুষের উদ্দেশ্যে তিনি নির্দেশ দেন অবিলম্বে অস্ত্র জমা দেওয়ার। বারবার বাসন্তী তে তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে আসে। বছর ঘুরলেই পঞ্চায়েত ভোট সেই পঞ্চায়েত ভোটের আগেই তিনি এই হুশিয়ারি দিলেন।

জেলা পুলিশ সুপার, মহকুমা পুলিশ আধিকারিক ও থানায় যেসব দুষ্কৃতীদের কাছে অস্ত্রশস্ত্র রয়েছে অবিলম্বে তা জমা দিয়ে শান্তি বজায় রাখার নির্দেশ দেন। তবে এ বিষয়ে বিধায়ক শ্যামল মন্ডল তিনি জানান। বাসন্তীতে বারে বারে রাজনৈতিক হিংসার হানাহানিতে প্রাণ দিয়েছে অনেক নিরীহ থেকে সাধারণ মানুষের। তবে কত কয়েক বছরের তুলনায় বাসন্তী এখন অনেকটাই ঠান্ডা সেভাবে আর তেমনভাবে রাজনৈতিক হিংসা কমে গেছে। যারা এই ধরনের অসামাজিক মূলক কাজকর্ম করত তারা অনেকটাই বুঝতে শিখেছে।

আরও পড়ুনঃ কি অবস্থা! চিকিৎসকের অভাবে হাসপাতাল চালাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা!

তিনি আরো বলেন আমি হাতজোড় করে আবার অনুরোধ করছি যারা যারা এখনো হিংসার আশ্রয় নিয়ে অসামাজিক কাজের মধ্যে এবং দুষ্কৃতীমূলক কাজের মধ্যে জড়িয়ে নিজেদের এলাকায় অশান্তি ছড়ানোর চেষ্টা করছেন অস্ত্র নিয়ে। এবং যারা দুষ্কৃতিমূলক কাজ করছেন তাদের আমি হুঁশিয়ার দিচ্ছি এবং অনুরোধ করছি আপনারা অস্ত্র পরিত্যাগ করুন। এবং জেলা পুলিশ সুপারের অফিস এবং লোকাল থানা মহকুমার পুলিশ আধিকারিক সেগুলি জমা দিন অসুস্থ জীবনে ফিরে আসুন সবাইর কাছে আমার অনুরোধ।

Suman Saha

Published by:Ananya Chakraborty
First published:

Tags: Canning, South 24 Parganas