জয়নগর: তৈলাক্ত কলা গাছ বেয়ে ওঠা প্রতিযোগিতা ! হ্যা ঠিকই শুনেছেন ৷ জয়নগর থানা এলাকার দক্ষিণ বারাসাতে একটি ক্লাবের উদ্যোগে এমন অদ্ভূত প্রতিযোগিতাই অনুষ্ঠিত হয়। যা দেখার জন্য এলাকার সকল বয়সের শত শত মানুষ সমবেত হয়। প্রতিযোগিতা শুরুর আগে একটি বিশাল আকৃতির কলাগাছে ভালভাবে সর্ষের তেল মাখানো হয়। এরপর শুরু হয় প্রতিযোগিতা। প্রতিযোগী যখন কলাগাছ বেয়ে ওপরে ওঠে তখন উপস্থিত দর্শকদের করতালিতে এলাকা মুখরিত হয়ে ওঠে। এই খেলায় ৩০ জনের মতো প্রতিযোগী অংশগ্রহণ করে।
আরও পড়ুন- মাঝ আকাশে থুতু ছেটালেন মহিলা, বিমানে হাঁটলেন নগ্ন হয়ে! তার পর?
এই প্রতিযোগিতায় মূল আকর্ষণ ছিল কলা গাছে উপরে শেষ প্রান্তে একটি ৫০০ টাকার নোট বাধা ছিল যে ব্যক্তি উপরে উঠতে পারবেন, সে ওই টাকাটি পুরস্কার হিসেবে মান্যতা পাবে। তবে সেভাবে কেউ এই খেলা শেষ করতে পারেনি। কারণ যতজন প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন তারা বারবার উপরে উঠতে গিয়ে পিছলে পড়ে যাচ্ছিলেন। শত চেষ্টা করেও সফল হতে পারেন নি কোনও প্রতিযোগী। তবে একজন প্রতিযোগী অনেকটাই উপরে উঠেছিলেন। সে কারণে তাকেই প্রথম পুরস্কার দেওয়া হয় ৷
এ বিষয়ে ক্লাবের পক্ষ থেকে এক সদস্য বলেন, ‘‘আমরা প্রতিবছর বিভিন্ন গ্রামীণ খেলার আয়োজন করে থাকি। এ বছর বিভিন্ন খেলার মধ্যে ছিল একটি অন্যতম নতুন খেলা, যে খেলা আমাদের আশপাশে সেভাবে দেখা যায় না। তৈলাক্ত কলা গাছ বেয়ে ওঠা প্রতিযোগিতা। যা দেখতে প্রচুর মানুষ এলাকায় ভিড় জমিয়েছিলেন। তাই আমরা প্রতি বছর বিভিন্ন খেলার আয়োজন করে থাকে, তাই আগামী বছরে আরও নতুন কিছু খেলা নিয়ে মানুষের মধ্যে পরিবেশন করতে চাই ৷ ’’
সুমন সাহা
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bangla News, Joynagar