হোম /খবর /দক্ষিণ ২৪ পরগনা /
এখনই আবেদন করুন, নির্বাচিত হলে পাবেন ২০ হাজার টাকা 

South 24 Parganas News : এখনই আবেদন করুন, নির্বাচিত হলে পাবেন ২০ হাজার টাকা 

শুরু হয়ে গিয়েছে যুব সম্বাদ ইন্ডিয়া ২০৪৭ আবেদন পত্র গ্রহণের কাজ‌। ডায়মন্ডহারবার নেহেরু যুব কেন্দ্রের পক্ষ থেকে একথা জানানো হয়েছে। যুব সম্বাদ ইন্ডিয়া ২০৪৭ হল একটি কর্মসূচি। এটি জেলাস্তরে কেন্দ্রীয়ভাবে অনুষ্ঠিত হবে। 

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

    ডায়মন্ডহারবার: শুরু হয়ে গিয়েছে যুব সম্বাদ ইন্ডিয়া ২০৪৭ আবেদন পত্র গ্রহণের কাজ‌। ডায়মন্ডহারবার নেহেরু যুব কেন্দ্রের পক্ষ থেকে একথা জানানো হয়েছে। যুব সম্বাদ ইন্ডিয়া ২০৪৭ হল একটি কর্মসূচি। এটি জেলাস্তরে কেন্দ্রীয়ভাবে অনুষ্ঠিত হবে।

    ভারত সরকারের যুব বিষয়ক ক্রীড়া মন্ত্রক ও নেহেরু যুব কেন্দ্রের উদ্যোগে ১ লা এপ্রিল থেকে ৩১ শেষ মে পর্যন্ত এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। সমগ্র দেশের বিভিন্ন জেলাগুলিতে গ্রাম ভিত্তিক সংগঠনগুলির মধ্য দিয়ে এই কর্মসূচি আয়োজিত হবে।

    আরও পড়ুন: ২ তৃণমূল কর্মীর মৃত্যুর পরে উত্তাল চোপড়া! বিক্ষোভ-অবরোধের জেরে মোতায়েন পুলিশ

    এই কর্মসূচির অধীনে ২৫০ যুবক যুবতীদের নিয়ে প্রশ্নোত্তর পর্বের আয়োজন করা হবে। দেশের আজাদি কি অমৃত মহোৎসবের প্রেক্ষাপটে ভারতের দৃষ্টিভঙ্গি ২০৪৭ এই প্রেক্ষাপটে পঞ্চপ্রাণ আলোচনা সভা চলবে। এই পঞ্চপ্রাণ নিয়ে আলোচনা সভায় সমাজের বিশিষ্ট ব্যক্তিরা আলোচনার নেতৃত্ব দেবে। পঞ্চপ্রাণের সঙ্গেসামঞ্জস্য রেখে দেশের ভবিষ্যৎ সম্পর্কে ইতিবাচক বক্তৃতা পরিবেশেন করা হবে। এই কর্মসূচির আয়োজক সংগঠন গুলির ২০হাজার টাকা প্রদান করা হবে।

    আরও পড়ুন: মাওবাদীদের নাম করে হুমকি চিঠি সরকারি আধিকারিককে! ভয় দেখিয়ে টাকা চাওয়ায় আটক ২ ভাই

    তবে গ্রাম স্তরে যে সংগঠনগুলি আবেদন করবে, তারা অরাজনৈতিক, অদলীয় থাকতে হবে। এবং তাদের বিরুদ্ধে কোনও ফৌজদারি মামলা বিচারাধীন থাকবে না। এই শর্তগুলি পালন করলে তবেই বিবেচিত হবে মনোনয়নের জন্য।

    নবাব মল্লিক

    First published:

    Tags: South 24 Parganas