হোম /খবর /দক্ষিণ ২৪ পরগনা /
রঙের উৎসবে রাঙাতে হবে তো? জোরকদমে চলছে আবির তৈরি

Holi 2023|| রঙের উৎসবে রাঙাতে হবে তো? জোরকদমে চলছে আবির তৈরি

X
আবির [object Object]

Holi 2023: আসছে রঙের উৎসব হোলি। রঙের উৎসবে আবিরের চাহিদা থাকে তুঙ্গে। সেজন্য রাজ্য জুড়ে আবিরের কারখানাগুলিতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

  • Share this:

মন্দিরবাজার: আসছে রঙের উৎসব হোলি। আর সেইদিন নানা রঙে নিজেকে এবং অপরকে রাঙাতে আবিরের জুড়ি মেলা ভার। রঙের উৎসবে আবিরের চাহিদা থাকে তুঙ্গে। সেজন্য রাজ্য জুড়ে আবিরের কারখানাগুলিতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। দক্ষিণ ২৪ পরগণার মন্দিরবাজারে আঁচনায় তৈরি হয় বিভিন্ন রঙের আবির। ভেষজ আবির সহ একাধিক আবির সেখানে তৈরি হয়। তবে এবছর এই আবির তৈরির জন্য শ্রমিকের অভাব দেখা দিয়েছে। লোক না পাওয়ায় দেরিতে শুরু হয়েছে কাজ।

কাঁচামালের অভাব, গাড়ির সমস্যা সহ একাধিক সমস্যা থাকায় এবছর দেরিতে শুরু হয়েছে এই কাজ। ফলে আবির কম পরিমাণে উৎপাদন হচ্ছে। উৎপাদনের পর ভালো দাম পাওয়া যাচ্ছেনা আবিরের‌। যার ফলে কিছুটা হলেও নিরাশ ব্যবসায়ীরা।

আরও পড়ুনঃ রাত পোহালেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, আজ আঞ্চলিক ভাষা দিবস পালন করল বেলদা

এ নিয়ে এক আবির প্রস্তুতকারক কৃষ্ণেন্দু পুরকাইত জানান, ব্যাবসা চালানোর জন্য প্রয়োজনীয় শ্রমিক পাওয়া যাচ্ছেনা। সেই সঙ্গে বাজারেও মন্দা দেখা দিয়েছে। ২৫ কিলো আবিরের বস্তা ৩২০ টাকা করে বিক্রি করতে হচ্ছে। তবে হোলির দিন যত কাছাকাছি আসবে ততই বাড়তে পারে আবিরের চাহিদা।

বর্তমানে সেই আশাতেই তারা জোরকদমে আবির তৈরির কাজে হাত লাগিয়েছিলেন। সমস্ত রঙের আবির তৈরি হচ্ছে এই কারখানায়। লাল, নীল, সবুজ সবরকম রঙেই মিলছে আবির। এই আবির জেলার আবিরের বাজারের চাহিদা মিটিয়ে পারি দিচ্ছে কলকাতাতেও।

নবাব মল্লিক

Published by:Shubhagata Dey
First published:

Tags: Holi 2023