বকখালি : চলতি বছরের ফেব্রুয়ারির মাঝামাঝি বকখালির জঙ্গলে আগুন লাগার ঘটনায় শোরগোল পড়ে গিয়েছিল এলাকায়। তারপর থেকে এখনও পর্যন্ত দোষীরা কেউই ধরা পড়েনি। দোষীদের চিহ্নিত করে দ্রুত উপযুক্ত প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে বকখালিতে বিক্ষোভ দেখাল মানবাধিকার সংগঠনের কর্মীরা।
গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি নামের একটি মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে এই বিক্ষোভ দেখানো হয়। বিক্ষোভে উপস্থিত ছিলেন ওই সংগঠনের সম্পাদক আলতাফ আহমেদ ও সংগঠনের নামখানা, কাকদ্বীপ শাখার সদস্যরা।
আরও পড়ুন: সুন্দরবনে এমন এক মিউজিয়াম আছে জানতেন? ধ্বংস হয়ে যাওয়ার আগে অবশ্যই দেখে আসুন, না হলে বড় মিস
বিক্ষোভকারীদের দাবি অগ্নিকান্ডের ঘটনায় ফরেন্সিক তদন্ত করতে হবে। দোষীদের চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। এছাড়াও পুড়ে যাওয়া বনাঞ্চলে নতুন করে বৃক্ষরোপণ করতে হবে। এই সমস্ত দাবিদাওয়া নিয়ে বকখালি রেঞ্জ অফিসের সামনে তারা একত্রিত হন। এই বিক্ষোভে প্রায় ৩০ জন অংশগ্রহণ করেন। উল্লেখ্য ১৩ ই ফেব্রুয়ারি বকখালির বনবিবি মন্দির সংলগ্ন এলাকার জঙ্গলে আগুন লাগে। এরফলে বিস্তীর্ণ এলাকার বনভূমি পুড়ে যায়। তবে কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তা এখনও পর্যন্ত জানা যায়নি।
আরও পড়ুন: সুন্দরবনের স্কুলে জাতীয় বিজ্ঞান দিবসের অনুষ্ঠান
এ নিয়ে দক্ষিণ ২৪ পরগণা জেলার বিভাগীয় বন আধিকারিক মিলন মন্ডল জানান বনদফতরের পক্ষ থেকে ঘটনাস্থলে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি পাঠানো হয়েছিল। সেই তদন্ত কমিটির রিপোর্ট এখনও জমা পড়েনি। রিপোর্ট এলেই আগুন লাগার প্রকৃত কারণ খোলসা হবে।
নবাব মল্লিক
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bakkhali, South 24 Parganas news