#কুলপি : কুলপিতে উদ্বোধন হল নতুন সুপার মার্কেটের। বাসুদেবপুর কর্মতীর্থে এই সুপার মার্কেটটির উদ্বোধন হয়েছে। এই সুপার মার্কেটে সর্বমোট স্টলের সংখ্যা ৪০। এই নতুন সুপার মার্কেটটি উদ্বোধন হওয়ায় খুশি স্থানীয় বাসিন্দার। এক ছাদের তলায় সমস্ত ব্যবহার্য জিনিসপত্রের সমাহার থাকবে এই সুপার মার্কেটে। এই সুপার মার্কেটে প্লাস্টিকের বিভিন্ন জিনিসপত্র থেকে শুরু করে ইলেকট্রনিক্সের বিভিন্ন যন্ত্রাংশ, মোবাইল এবং অন্যান্য একাধিক নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র থাকবে বলে খবর। রাজ্য সরকারের উদ্যোগে বেকার যুবক যুবতীদের স্বনির্ভর করার লক্ষ্যে এই কর্মতীর্থ চালু করা হয়েছিল।
এই কর্মতীর্থে আলো, পাখা থেকে শুরু করে সমস্ত আধুনিক ব্যবস্থা আছে। সাধারণ মানুষজন বাজারে যে সমস্ত জিনিসপত্র কিনতে অসুবিধায় পড়বেন তা তাঁরা সহজেই এখান থেকে কিনতে পারবেন। কুলপির এই কর্মতীর্থে ৪০ টি স্টল আছে, তবে বর্তমানে ৩০ টি স্টল খোলা হয়েছে। ব্লক প্রশাসনের উদ্যোগে লটারির মাধ্যমে এই স্টলগুলি বিতরণ করা হয়েছিল।
আরও পড়ুনঃ স্কুলের গন্ডগোল মেটাতে হস্তক্ষেপ পুলিশেরবছর ২ আগে এই সুপার মার্কেট খোলার কথা থাকলেও। করোনা মহামারির কারণে তা বন্ধ হয়ে যায়। কোভিড পরিস্থিতি বর্তমানে স্থিতিশীল হওয়ায় নতুন করে আবার এই কর্মতীর্থটি খোলা হয়েছে।নতুন এই সুপার মার্কেটটি উদ্বোধন হওয়ায় কুলপি এলাকার মানুষজন উপকৃত হবেন বলে খবর। এই সুপার মার্কেটটি পরিচালনা করার জন্য ব্লক প্রশাসনের পক্ষ থেকে ম্যানেজিং কমিটি তৈরী করা হয়েছে।
আরও পড়ুনঃ মহিলাদের আত্মরক্ষায় ক্যারাটে প্রশিক্ষণ! তৈরি হচ্ছে 'যোদ্ধা'ম্যানেজিং কমিটির সদস্যরা এই সুপার মার্কেটটি পরিচালনা করবেন এবং বাজরে আগত সমস্ত ক্রেতা বিক্রেতাদের সুবিধা এবং অসুবিধার দিকটি লক্ষ্য রাখবেন। এছাড়া এই সুপার মার্কেটের উন্নয়নে তাঁরা কাজ করবেন। নতুন এই সুপার মার্কেট উদ্বোধন হওয়ায় খুশি স্থানীয় বাসিন্দারা।
Nawab Mallickনিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Kulpi, South 24 Parganas