হোম /খবর /দক্ষিণ ২৪ পরগনা /
কবে ফিরবে হুঁশ! সাপে কামড়ানো রোগীকে নিয়ে ওঝার কাছে! দেরি হওয়ায় মৃত্যু

South 24 Parganas: কবে ফিরবে হুঁশ! সাপে কামড়ানো রোগীকে নিয়ে ওঝার কাছে! দেরি হওয়ায় মৃত্যু

X
হাসপাতলে [object Object]

সাপের কামড়ের পর হাসপাতালে না গিয়ে ওঝা, গুণিনের কাছে নিয়ে গিয়ে দীর্ঘক্ষণ সময়নষ্ট করার কারণে মৃত্যু হল এক ব্যক্তির। মৃতের নাম স্বপন মৃধা(৫০)।

  • Share this:

#ক্যানিংঃ সাপের কামড়ের পর হাসপাতালে না গিয়ে ওঝা, গুণিনের কাছে নিয়ে গিয়ে দীর্ঘক্ষণ সময়নষ্ট করার কারণে মৃত্যু হল এক ব্যক্তির। মৃতের নাম স্বপন মৃধা (৫০) বুধবার রাতে ঘটনাটি ঘটেছে সন্দেশখালি থানার খুলনা গ্রামে। সেখান থেকে রোগীকে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশ স্থানীয় সূত্রের খবর, সন্ধ্যায় স্বপনবাবু বাজার থেকে বাড়ি ফেরার পর হাত পা ধুতে পুকুরে যাওয়ার সময় পুকুর পাড়ে একটি বিষাক্ত কেউটে সাপ তাঁর পায়ে ছোবল দেয়। সঙ্গে সঙ্গে চিৎকার করে ওঠে সে।

 

 

এরপর নিজে নিজেই এক ওঝার কাছে যায় ব্যক্তি। সেখানে দীর্ঘ আড়াই থেকে তিন ঘণ্টা ওঝার ঝাড়ফুঁক চলতে থাকে। ওঝার ঝাড়ফুঁকে কোন কাজ তো হয় না, উল্টে পরিস্থিতি আরও খারাপ হতে থাকে স্বপনের। তবে বিষয়ে পরিবারের সদস্য স্বপন মৃধার মামা বাজার থেকে ফিরে পা ধুতে গিয়ে একটি বিষাক্ত সাপে কামড়ায় তারপর চিৎকার করতে থাকে পা জ্বলে গেল পা জ্বলে গেল বলে তারপর নিজে একটি ওঝার বাড়িতে চলে যায়, সেখানে গিয়ে নিজে চিকিৎসা করে।

আরও পড়ুনঃ সামনেই উৎসব, নিরাপত্তা খতিয়ে দেখছে বারুইপুর পুলিশ

 

 

তবে আমি যতদূর জানি ওই ওঝা সেরকম কিছু জানে না। ওখানে গিয়ে আরো প্রচুর সময় লেগে যায় সেখান থেকে একটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় হয়। সেখানে ইনজেকশন দেওয়ার পর এখান থেকে ক্যানিং হসপিটালে নিয়ে যেতে বলে। তারপর আমরা ক্যানিং হাসপাতালে নিয়ে আসে কিন্তু সময়টা অনেক পেরিয়ে যায়, যার কারণে আমাদের রোগীর মৃত্যু হয়।

আরও পড়ুনঃ গ্রামে ইলেট্রিকের পোল বসলেও নেই বিদ্যুৎ! এ যেন আদিম যুগে বাস!

 

 

আমার যতদূর মনে হয় ওঝার কাছে না নিয়ে গিয়ে সরাসরি হাসপাতালে আনলে হয়তো বেঁচে যেত। তাও বিষয়টি জানতে পেরে তড়িঘড়ি তাঁর পরিবারের সদস্যরা স্বপনকে উদ্ধার করে গভীর রাতে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়েযায়। কিন্তু সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

 

 

 

Suman Saha

Published by:Soumabrata Ghosh
First published:

Tags: Canning, South 24 Parganas