হোম /খবর /দক্ষিণ ২৪ পরগনা /
কুকুরদের মুখে ওটা কী! সত্যি ফাঁস হতেই শিউরে ওঠে সকলে, মর্মান্তিক ঘটনা

South 24 Parganas News: কুকুরদের মুখে ওটা কী! সত্যি ফাঁস হতেই শিউরে ওঠে সকলে, মর্মান্তিক ঘটনা

 মাটি খুঁড়ে সদ্যোজাতর দেহ উদ্ধার করছে পুলিশ

 মাটি খুঁড়ে সদ্যোজাতর দেহ উদ্ধার করছে পুলিশ

South 24 Parganas News: সাগরের কোম্পানিরছাড় এলাকায় নদীর চর থেকে মাটি খুঁড়ে এক সদ্যোজাতর দেহ উদ্ধার করল পুলিশ। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

দক্ষিণ ২৪ পরগনা: দক্ষিণ ২৪ পরগনার সাগরের কোম্পানিরছাড় এলাকায় নদীর চর থেকে মাটি খুঁড়ে এক সদ্যোজাতর দেহ উদ্ধার করল পুলিশ। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় ওই এলাকায় প্রকাশ্যে এক সদ্যোজাতর দেহ মুখে নিয়ে ঘুরছিল কুকুরের দল। আর সেই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। পরে গভীর রাতে দেহটি মাটিতে পুঁতে দেয় কেউ। কিন্তু এই ঘটনায় ক্ষুব্ধ এলাকার মানুষ। বাসিন্দাদের একাংশ এই ঘটনায় দেহ তুলে ময়নাতদন্তের দাবি জানান। পাশাপাশি সদ্যোজাতর দেহটি কোথা থেকে এল, তা নিয়ে তদন্তের আর্জি জানান।

এলাকাবাসীদের দাবি মেনে, সুন্দরবনের পুলিশ সুপার কোটেশ্বর রাও, সাগরের বিডিও সুদীপ্ত মণ্ডলের উপস্থিতিতে দেহটি মাটি খুঁড়ে তুলে ময়নাতদন্তের নির্দেশ দেন। আজ বেলায় বিডিও, সাগরের এসডিপিও, ওসির উপস্থিতিতে দেহটি তোলা হয়।

আরও  পড়ুন- উধাও রোদ, শহরজুড়ে মেঘলা আকাশ! কখন নামবে বৃষ্টি, জানুন আবহাওয়ার আপডেট

আরও পড়ুন-  ভুল করেও তুলসির কাছে এই গাছ লাগাবেন না, বড় বিপদ নেমে আসবে, সতর্ক থাকুন

সদ্যোজাতর শিশু দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে আসা হচ্ছে কাকদ্বীপ হাসপাতাল মর্গে। কী ভাবে ওই সদ্যোজাতর মৃতদেহ ওই এলাকায় এল, কে বা কারা এই ঘটনার পিছনে রয়েছে, তার কিনারা করতে চায় পুলিশ। সেই কারণে রবিবার কাকদ্বীপ হাসপাতাল মর্গে ওই শিশুর ময়নাতদন্ত করা হবে।

বিশ্বজিৎ হালদার
Published by:Sanchari Kar
First published:

Tags: Crime, Crime News