ডায়মন্ড হারবার: বেতন বৃদ্ধি ও কারখানার ম্যানেজারের অপসারণের দাবিতে স্থায়ী ও অস্থায়ী শ্রমিকদের বিক্ষোভের জেরে গত দু’দিন ধরে বন্ধ হয়ে রয়েছে ডায়মন্ড হারবারের সরিষার একটি বেকারি। বেতন বৃদ্ধি ও মাসে বেশি দিন কাজের দাবিতে শ্রমিকদের বড় অংশ ইস্টার্ন বেকারি প্রাইভেট লিমিটেড নামক কারখানার গেটের সামনে বিক্ষোভ দেখালে বন্ধ হয়ে যায় কাজ।
কারখানা কর্তৃপক্ষের প্রতিনিধিদের সঙ্গে শ্রমিক সংগঠনের প্রতিনিধিদের বৈঠক হলেও সমস্যার সমাধান হয়নি। এর মধ্যে শ্রমিকরা কারখানায় কাজে যোগ দিতে গিয়ে জানতে পারেন কর্তৃপক্ষ কারখানা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। এর পরই এ দিন সকাল থেকে শতাধিক শ্রমিক কারখানার গেটের সামনে অবস্থান বিক্ষোভ বসেন।
দাবির স্বপক্ষে কারখানার দেওয়ালে সাঁটানো হয়েছে বিভিন্ন পোস্টার। এই কারখানাতে স্থায়ী শ্রমিক প্রায় আড়াইশো জনের বেশি এবং অস্থায়ী শ্রমিক প্রায় চারশো জন । বিক্ষোভকারী শ্রমিকদের বড় অংশ কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে সরব হয়েছেন।
দুর্ব্যবহারের অভিযোগ তোলা হয়েছে কারখানার ম্যানেজার মিঠু দাসের বিরুদ্ধে। শ্রমিকদের একাংশের অভিযোগ, স্থায়ী শ্রমিকদের ২৬ দিনের কাজ দেওয়ার কথা থাকলেও দশ থেকে বারো দিন কাজ দেওয়া হয়। ফলে অর্ধেক বেতন কেটে নেওয়া হয়। অন্য দিকে অস্থায়ী কর্মীদের রোজ মাত্র ২৩০ টাকা করে দেওয়া হয়।
আরও পড়ুন: পঞ্চায়েত সদস্যের গাড়ির নিচে তাজা বোমা! জয়নগরে চাঞ্চল্য
আরও পড়ুন: মোকার আগে নয়া বিপদ! আতঙ্কে ঘুম উড়েছে সুন্দরবনের মানুষের, কয়েক লক্ষ টাকার ক্ষতি
বেতন বৃদ্ধির দাবি জানানো হলে শ্রমিকদের সঙ্গে কারখানার ম্যানেজার মিঠু দাস দুর্ব্যবহার করেন। সংগঠনের কর্মকর্তাদের জানিয়েও কোনও লাভ হয়নি। বাধ্য হয়ে কারখানার ম্যানেজারের অপসারণের পাশাপাশি বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনে নামেন কর্মীরা। কর্তৃপক্ষের থেকে কোনও সদুত্তর না পাওয়া পর্যন্ত এই আন্দোলন জারি রাখা হবে।
এই কারখানার একমাত্র রেজিস্ট্রার শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি পরিচালিত। সেই সংগঠনের সাধারণ সম্পাদক ডায়মন্ড হারবার ২ নম্বর ব্লকের তৃণমূল যুব সভাপতি মাহাবুবার রহমান গায়েন। তিনি বলেন, “প্রতি দু’বছর অন্তর মজুরি বৃদ্ধি করা হয়। এবার মে মাস পড়ে গেলেও কোনও মজুরি বৃদ্ধি হয়নি। আমরা সংগঠনের পক্ষ থেকে কারখানা কর্তৃপক্ষকে চিঠি দিয়েছিলাম। আশা করছি দ্রুত সমস্যার সমাধান হয়ে যাবে।”
তবে কারখানার ম্যানেজার মিঠু দাসের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি ঘটনার ব্যাপারে মুখ খুলতে রাজি হননি। তিনি জানান, যা বলার কারখানার উর্ধ্বতন কর্তৃপক্ষ বলবেন।
নবাব মল্লিক
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Diamond Harbour, South 24 Parganas