হোম /খবর /দক্ষিণ ২৪ পরগনা /
মহেশতলায় নুঙ্গি মণ্ডলপাড়ায় বাজির গোডাউনে বিস্ফোরণ, মৃত ৩

South 24 Parganas news: মহেশতলায় নুঙ্গি মণ্ডলপাড়ায় বাজির গোডাউনে বিস্ফোরণ, মৃত ৩

নুঙ্গিতে আগুনের দাপট

নুঙ্গিতে আগুনের দাপট

South 24 Parganas news: বিস্ফোরণের তীব্রতায় বাজির গোডাউনের ছাদ উড়ে যায়, প্রথমে স্থানীয়রা জল দিয়ে আগুন নেভাবার কাজ শুরু করে, খবর দেওয়া হয় দমকলকে।

  • Share this:

নুঙ্গি: মহেশতলার নুঙ্গি বাজি বাজারের ঝাউতলা পুটখালীর মণ্ডলপাড়ায় একটি বাজির গোডাউনে ভয়াবহ বিস্ফোরণ হয়। বিস্ফোরণের তীব্রতায় বাজির গোডাউনের ছাদ উড়ে যায়, প্রথমে স্থানীয়রা জল দিয়ে আগুন নেভাবার কাজ শুরু করে, খবর দেওয়া হয় দমকলকে। স্থানীয় মানুষজন ও দমকলে চেষ্টা প্রায় তিন ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

কারখানায় বেশ কিছু পকেট ফায়ার থাকার কারণে এখনও দমকল কাজ চালিয়ে যাচ্ছে। বিস্ফোরণে মৃত্যু হয় তিনজনের।বাজি কারখানা মালিকের স্ত্রী, পুত্র ও এক শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটানাস্থলে মহেশতলা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে পাঠিয়েছে। দমকলের একটি ইঞ্জিন ও মহেশতলা থানার পুলিশ।

আরও পড়ুন: এখনও গ্রেফতার নন, নিয়োগ দুর্নীতিতে ৬ প্রভাবশালী খুঁজে পেল ইডি! এবার? ব্যাপক চাঞ্চল্য

আরও পড়ুন - দেশের এই জনজাতির অদ্ভুত রীতি, বর-কনে বাছতে এক রাতের সঙ্গী হয় দু’জন, নিয়ম চমকে দেবে

দমকল কর্মীদের দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে পুড়ে মৃত্যু হয় তিনজনের। ইতিমধ্যেই পুলিশ পোড়া দেহ উদ্ধার করে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে পাঠিয়েছে।

পুলিশ সুত্রে বিকল ৫ টা ৪৫ মিনিট নাগাদ হঠাৎই আগুন দেখতে পান এলাকার মানুষজন। খবর দেওয়া হয় পুলিশ এবং দমকলকে। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন পুলিশ ও স্থানীয় মানুষের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।এই বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি। আগামিকাল ফরেনসিক টিম এলে আগুন লাগার কারণ জানা যাবে। এই ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। ঘনবসতিপূর্ণ এলাকায়, কী ভাবে বাজি মজুত এবং বাজি তৈরি করার কাজ চলছিল তাও খতিয়ে দেখা হচ্ছে।

অর্পণ মন্ডল

Published by:Uddalak B
First published:

Tags: Fire