ক্যানিং: চুল বাঁধার ফুল নিয়ে বোনের সঙ্গে বিবাদের জেরে বিষ খেয়ে আত্মঘাতী দশম শ্রেণির ছাত্রী। মৃতের নাম ফিরোজা খাতুন(১৭)। ফিরোজা জীবনতলা থানার বেহুলাবাড়ি মর্জিনা হাইস্কুলের দশম শ্রেণির ছাত্রী।ঘটনাটি ঘটেছে জীবনতলা থানার অন্তর্গত ঈশ্বরীপুরের সিংহেশ্বর গ্রামে।ক্যানিং থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে।
স্থানীয় ও মৃত নাবালিকার পরিবার সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে ওই নাবালিকা ছাত্রীর সঙ্গে তার ছোট বোনের চুলে বাঁধার ফুল নিয়ে ঝগড়া হয়।ছোট বোনের ওপর রাগ, অভিমান হয় তাঁর। পরিবারের সকলের অলক্ষ্যে বিষ খায় সে। পরে নিজেই স্বীকার করে বিষ খেয়েছে। পরিবারের লোকজন জানতে পেরে ওই নাবালিকাকে তড়িঘড়ি উদ্ধার করে স্থানীয় চিকিৎসাকেন্দ্রে নিয়ে যায়। সেখানে ওই নাবালিকার শারীরিক অবস্থার অবনতি হলে বুধবার ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে গেলে সেখানেই মৃত্যু হয় ওই নাবালিকার।
আরও পড়ুনঃ দুপুরের পরেই আবহাওয়া বদল! কোথাও বৃষ্টি, কোথাও বাড়বে গরম, রইল বাংলার আবহাওয়ার পূর্বাভাস
ঘটনার খবর পেয়ে বৃহষ্পতিবার সকালে ক্যানিং থানার পুলিশ ওই নাবালিকা ছাত্রীর দেহটি ক্যানিং মহকুমা হাসপাতাল থেকে উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। অন্যদিকে, ঠিক কী কারণে ওই নাবালিকা ছাত্রী আত্মঘাতী হল, সে বিষয়ে ঘটনার তদন্ত শুরু করেছে জীবনতলা থানার পুলিশ। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
সুমন সাহা
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Canning