Football World Cup 2018

আইসিএসই দিচ্ছেন সৌর‍ভ কন্যা সানা, বাবার সঙ্গে 'স্টাইল'-এ চলছে পরীক্ষার প্রস্তুতি

Rukmini Mazumder | News18 Bangla
Updated:Mar 10, 2018 12:49 PM IST
আইসিএসই দিচ্ছেন সৌর‍ভ কন্যা সানা, বাবার সঙ্গে 'স্টাইল'-এ চলছে পরীক্ষার প্রস্তুতি
Rukmini Mazumder | News18 Bangla
Updated:Mar 10, 2018 12:49 PM IST

#কলকাতা: এ'বছর  আইসিএসই দিচ্ছেন সৌর‍ভ গঙ্গোপাধ্যায় কন্যা সানা।   ২৬ ফেবরুয়ারি থেকে শুরু হয়ে গিয়েছে পরীক্ষা! তবে, বাবার মতোই কুল অ্যান্ড কাম মেয়ে! পরীক্ষা নিয়ে কোনও টেনশন নেই! এক্কেবারে ফুরফুরে মেজাজে।

টুইটারে সৌরভ সানার সঙ্গে তাঁর একটি ছবি পোস্ট করেন।  দেখা যায়, স্টাইল-এ চলছে পরীক্ষার প্রস্তুতি! খয়েরি গোগো গ্লেয়ার, কালো রাউন্ড-নেক টি পরে, খাটের উপর শুয়ে বইয়ের পাতা  ওলটাচ্ছে সানা। পাশে সৌরভ। বরাবর মেয়েই মহারাজের  কাছে ফার্স্ট প্রায়োরিটি। হাজারটা কাজের মধ্যেও ঠিক সানার জন্য  সময় বের করে নেন। এদিনও পড়াতে বসেছিলেন সানাকে। কিন্তু কতটা পড়াশোনা আর কতটা খুনশুটি, সেটা বলা কঠিন!

টুইটারের কমেন্টস-এ ডোনা চারটে দমফাটা হাসির স্মাইলি পোস্ট করেন!

First published: 12:49:11 PM Mar 10, 2018
পুরো খবর পড়ুন
अगली ख़बर