হোম /খবর /শিলিগুড়ি /
৩ চাকার 'গোলমাল' বাইকে সওয়ার ৫ জন! সিনেমা দেখেই ইচ্ছাপূরণ যুবকের, কী ভাবে জানেন

Siliguri News: ৩ চাকার 'গোলমাল' বাইকে সওয়ার ৫ জন! সিনেমা দেখেই ইচ্ছাপূরণ যুবকের, কী ভাবে জানেন

X
তিন [object Object]

Siliguri News: পুরনো বাইক কিনে তাতে চাকা লাগিয়ে তিন চাকার বাইক বানিয়ে ফেললেন যুবক। বাইকে ৫ জন আরাম করে বসতে পারেন।

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

    শিলিগুড়ি : গোলমাল ছবিতে তিন চাকার বাইকে বন্ধুদের ঘোরার দৃশ্য আপনার মনে আছে? সেই  সিনেমা দেখে তিন চাকার বাইক বানিয়ে ফেললেন শিলিগুড়ির সুজয়। পেশায় তিনি বাইক মেকানিক। স্ক্রু ড্রাইভার, বিভিন্ন মাপের রেঞ্জ ও প্লাস নিয়ে তাঁর সারা দিন কেটে যায়। উত্তর শান্তিনগরের বাসিন্দা সুজয়  তাঁর গ্যারাজও খুলেছেন। বিগত ১০ বছর ধরে তিনি বাইক মেকানিকের কাজ করে আসছেন। অটোমোবাইল ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা ছিলো। কিন্তু টাকার অভাবে পড়াশোনা করতে পারেননি। তাই বাইক ঠিক করার দোকান খুলে সংসার চালাচ্ছেন তিনি।

    একদিন সিনেমা দেখতে দেখতেই তাঁর মনে হয়েছে যে, পর্দায় তিন চাকার বাইকে করে বন্ধুরা একসঙ্গে ঘুরতে যেতে পারলে বাস্তবে তিনিও এমন বাইক তৈরি করতে পারেন । যেমন ভাবা, তেমন কাজ। পুরনো বাইক কিনে তাতে চাকা লাগিয়ে তিন চাকার বাইক বানিয়ে ফেললেন সুজয়। বাইকে ৫ জন আরাম করে বসতে পারেন। এখন এই বাইক দেখতেই বহু লোক এসে বাইক চালানোর ইচ্ছে প্রকাশ করছেন। ছবিও তুলে নিয়ে যাচ্ছেন।

    সুজয় জানান, "সিনেমা দেখেই  তিন চাকার বাইক বানানোর কথা প্রথম মাথায় আসে। এ ছাড়াও বন্ধুরা মিলে কোথাও ঘুরতে যাওয়ার সময় কারও বাইক না থাকলে সে আলাদা হয়ে যায়। তাই যাতে সকলে একসঙ্গে ঘুরতে যেতে পারি, সেই উদ্দেশ্য নিয়েই এই বাইকটি বানিয়ে ফেলেছি।" এই বাইকে একসঙ্গে পাঁচ জন মিলে বসা যাবে। পিছনের সিটে যাতে বসতে অসুবিধা না হয়, তার জন্য সাসপেনশনও লাগিয়েছে তিনি। সব মিলিয়ে প্রায় কুড়ি হাজার টাকা মতো খরচ হয়েছে।

    আরও পড়ুন: সীমান্ত লাগোয়া শহরগুলিতে রাত্রিবাসে এসডিএফ নেবেনা ভুটান, আগামী ১ বছর লাগু থাকবে এই নিয়মআরও পড়ুন: ডিএ আন্দোলনের মঞ্চে প্রতিবাদের আড়ালে আসলে কী পরিকল্পনা? তুমুল শোরগোল বঙ্গে 

    স্থানীয় বাসিন্দা সুব্রত মণ্ডল জানান, "আমরা একই পাড়ায় থাকি। বন্ধুরা মিলে একসঙ্গে ঘুরতে যাব ভেবেই মূলত এই বাইকটি তৈরি করেছে সুজয়। মূল শহরে না গেলেও পাড়ার মধ্যেই ঘোরাঘুরি করার জন্য এই বাইকটি খুব ভাল। আমাদের সব বন্ধুদের খুব পছন্দ হয়েছে বাইকটি। শহরের মধ্যে আমাদের বাইকটি চালানোর পারমিশন দেয় তা হলে খুব ভালো হয়।" দোল পূর্ণিমায় সুজয় এই বাইকটি তৈরি করেছিলেন।  আগামীতেও নতুন সব জিনিস তৈরি করার ইচ্ছা তাঁর।

    অনির্বাণ রায়

    First published:

    Tags: Siliguri, Siliguri News