শিলিগুড়ি: নেশামুক্ত ভারত ও সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে সাইকেল নিয়ে শিলিগুড়ি থেকে কেদারনাথ যাত্রা শুরু করলেন দুই যুবক। এই যাত্রায় বিভিন্ন রাজ্যে নেশামুক্ত ভারত ও সুস্থ সমাজ গড়ার বার্তা দেবেন তাঁরা।শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়া ব্লকের অন্তর্গত পাথরঘাটা গ্রাম পঞ্চায়েতের পাঁচকেলগুড়ির বাসিন্দা দুই যুবকের নাম সরোজ সাইবো এবং মানিক প্রামাণিক। সামাজিক বার্তা নিয়ে সাইকেলে কেদারনাথ যাত্রা তাঁদের।আর্থিক পরিস্থিতি দুর্বল থাকা সত্ত্বেও এই যাত্রায় বেরিয়েছেন তাঁরা।
দুই যুবকের বক্তব্য, বর্তমানে দেশের যুব সমাজ নেশার জগতে ডুবে যাচ্ছে। যা সমাজের জন্য উদ্বেগের।এই কারণে সমাজকে নেশামুক্ত করার বার্তা নিয়ে এই যাত্রা করছেন তাঁরা। জানা গিয়েছে, সরোজ এবং মানিক প্রায় দেড় মাস সাইকেল চালিয়ে ১,৮৭৫ কিলোমিটার রাস্তা পেরিয়ে কেদারনাথে পৌঁছবেন। এ দিন যাত্রা শুরুর আগে এলাকার বাসিন্দারা তাদের শুভেচ্ছা জানান।
উচ্চ মাধ্যমিকের পর দুই বন্ধু পরিকল্পনা নেন পুরনো সাইকেল নিয়ে এই কেদারনাথের পথে বেরবেন তাঁরা। সাইকেলে দার্জিলিং গেলেও কেদারনাথের দূরত্ব প্রায় দু’হাজার কিলোমিটার । তাই একটু চিন্তায় আছেন দু’জন। সরোজের কথায়, “আমরা ঠিক করেছি ৬০ কিলোমিটার পর কোনও পেট্রোল পাম্প ভবন কিংবা থানার আশেপাশে বিশ্রাম নিয়ে এগিয়ে যাব।” শিলিগুড়ি থেকে কেদারনাথ পৌঁছনো পর্যন্ত প্রতিটি থানার সাহায্য করবে বলে আশ্বাস দিয়েছে।
আরও পড়ুন: মেয়ের সঙ্গে সাক্ষাতের পরই ভোলবদল অনুব্রতর! সোমবার যা করলেন, তোলপাড় বাংলা
আরও পড়ুন:‘…গলিল না সোনা’, আদালতে তোলপাড় ফেলে দিলেন পার্থ! অভিষেককে নিয়ে শোরগোল ফেলা মন্তব্য
প্রতিবেশী রাজেন কাপ্লে দুই যুবককে এই যাত্রায় খুবই সাহায্য করেছেন। থানা থেকে অনুমতি নেওয়া, টাকা জোগাড় করা, সবটাই দাদা রাজেন করেছেন বলে জানালেন সরোজ। এদিন নেপালি বস্তিতে এলাকার দুই তরুণকে উৎসাহ দিতে ভিড় করেছিলেন গ্রামবাসী। কেউ মালা পরিয়ে, কেউ মিষ্টি খাইয়ে উৎসাহিত করছেন তাঁদের।
দুই ছাত্রকে আশীর্বাদ করতে এসে খোপালাসি হিন্দি বিদ্যালয়ের শিক্ষক শম্ভু কুমার বলেন, “মানিক এবং সরোজ খুব ভালো বন্ধু। দুজনে পড়াশোনায় যেমন ভাল, খেলাতেও আগ্রহী। আজ শুধু গ্রাম নয়, বিদ্যালয়ের নাম উজ্জ্বল করছে তারা।” এ দিন বাড়ি থেকে রওনা দেওয়ার আগে মানিক বলেন, “ঘটে করে বালাসন নদীর জল নিয়ে যাচ্ছি। এই জলই শিবের মাথায় ঢালব।”
অনির্বাণ রায়
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Siliguri, Siliguri News