হোম /খবর /শিলিগুড়ি /
ফিল্মি কায়দায় লক্ষাধিক টাকার ব্রাউন সুগার পাচার আটকে দিল পুলিশ

Siliguri News: ফিল্মি কায়দায় লক্ষাধিক টাকার ব্রাউন সুগার পাচার আটকে দিল পুলিশ

ড্রাগ পাচার করতে গিয়ে পুলিশের জালে

ড্রাগ পাচার করতে গিয়ে পুলিশের জালে

গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার ব্রাউন সুগার সহ দুজনকে গ্রেফতার করলো এসওজি এবং পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ।

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

শিলিগুড়ি: ফিল্মি কায়দায় ব্রাউন সুগার পাচার আটকাল পুলিশ ও এস ও জি গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার ব্রাউন সুগার-সহ দুজনকে গ্রেফতার করল এসওজি এবং পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ। ধৃতদের নাম গুলাম আলী এবং নায়র আলী। জানা গিয়েছে, গুলাম আলী মালদার কালিয়াচকের এবং নায়র আলী শিলিগুড়ি সংলগ্ন শালুগাড়া এলাকার বাসিন্দা।

জানা গিয়েছে, ওই দুই পাচারকারীর পেছনে অনেকদিন ধরেই পুলিশ নজর রাখছিল। মহাকালপল্লী এলাকায় মহানন্দা ব্রিজের নিচে এদিন ব্রাউন সুগার পাচারের উদ্দেশ্যে এসেছিল ওই দু'জন। গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে শিলিগুড়ির মহাকালপল্লী এলাকায় মহানন্দা ব্রিজের নীচে পুলিশের দু'টি গাড়ি দুদিক থেকে এসে তাদেরকে আটক করে।

 

প্রাথমিকভাবে ওই দু'জনকে ব্রাউন সুগারের পাচারের সন্দেহের ভিত্তিতে আটক করে এসওজি এবং পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ। তারপর তল্লাশি চালাতেই তাদের কাছ থেকে উদ্ধার হয় ৫৮৩ গ্রাম ব্রাউন সুগার। এরপরই দুজনকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন, আর মাত্র কয়েক ঘণ্টা! চলবে প্রবল ঝড়-বৃষ্টির দাপট, সতর্ক করছে হাওয়া অফিস

আরও পড়ুন, দেশজুড়ে বাড়ছে করোনা, পর্যালোচনা বৈঠকে বড় সিদ্ধান্ত উদ্বিগ্ন প্রধানমন্ত্রীর!

পুলিশ সূত্রে খবর, গুলাম আলি গতকাল রাতে নায়র আলিকে ব্রাউন সুগার ডেলিভারি দিতে গিয়েছিল।তবে তাঁর আগেই দু'জনকে গ্রেফতার করে পুলিশ।উদ্ধার হওয়া ব্রাউন সুগারের বাজারমূল্য প্রায় ৪০ লক্ষ টাকা। ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস অ্যাক্টের আওতায় মামলা দায়ের করে। আজ তাদের আদালতে পেশ করা হয়েছে।

এর পেছনে কোনো বড় চক্র কাজ করছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।গোটা ঘটনার তদন্তে পুলিশ। তবে দিনের পর দিন শহরে কেমিকেল ড্রাগসের ব্যবহার বেড়ে যাচ্ছে বলে খানিকটা হলেও চিন্তায় ফেলছে পুলিশ কর্তাদের।

অনির্বাণ রায়

Published by:Uddalak B
First published:

Tags: Crime News