হোম /খবর /শিলিগুড়ি /
পথ কুকুরদের নিয়ন্ত্রণে আনতে পুরসভার শেল্টার হোমে নির্বীজকরণ প্রক্রিয়া শুরু

Siliguri News: পথ কুকুরদের নিয়ন্ত্রণে আনতে পুরসভার শেল্টার হোমে নির্বীজকরণ প্রক্রিয়া শুরু

X
title=

পথ কুকুরের সংখ্যা নিয়ন্ত্রনে আনতে উদ্যোগী শিলিগুড়ি পুরনিগম। পশুপ্রেমী সংস্থার সহযোগিতায় করা হল নির্বীজকরণ।

  • Share this:

শিলিগুড়ি: শহরে হু হু করে বারছে পথ কুকুরের সংখ্যা। ঘটছে দুর্ঘটনা।পথ কুকুরের সংখ্যা বৃদ্ধির ফলে দুর্ঘটনার পাশাপাশি শহরে পায়ে হেটে চলাই দায় হয়ে উঠেছে পথ চলতি মানুষের কাছে।বিগত সময় পুরসভা নিজেদের সেল্টার হোমে পথ কুকুর নির্বিজকরনের উদ্যগী হলেও তা শুধুমাত্র কিছুদিনের জন্য। শহরে এই মুহুর্তে দার্জিলিং মোরের একটি পশুপ্রেমী সংস্থা সামান্য টাকার বিনিময়ে নির্বিজকরন প্রক্রিয়া শুরু করলেও কুকুরের সংখ্যা রোধে তাতেও লাগাম টানা সম্ভব হচ্ছে না।

সেই কারনে পথ কুকুরের সংখ্যা নিয়ন্ত্রনে আনতে উদ্যোগী শিলিগুড়ি পুরনিগম। পশুপ্রেমী সংস্থার সহযোগিতায় করা হল নির্বীজকরণ। শহরে বেড়ে চলেছে পথ কুকুরদের সংখ্যা। এর ফলে বিভিন্ন সময় সমস্যায় পড়তে হয় শহরবাসীকে। এই কারণে পথ কুকুরদের নির্বীজকরণের উদ্যোগ গ্রহণ করেছে পুরনিগম।

সেই কারনে মাসে দুটি করে দুটি জায়গায় এই নির্বিজকরন করার সিদ্ধান্ত গ্রহন করা হয়।সেই মতো দাগাপুর ও ডাম্পিং গ্রাউন্ডের পাশে পুরসভার সেল্টার হোমে এই নির্বিজকরন প্রক্রিয়া শুরু হয়।এদিন সেই কাজের গতি খতিয়ে দেখতে সেল্টারে হাজির হয় মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, সহ অন্যান্য মেয়র পারিষদ। মেয়র গৌতম দেব জানান, কুকুরের সংখ্যা নিয়ন্ত্রণে আনতে শুধু নির্বীজকরণ নয়, প্রয়োজন মানুষের সহযোগিতাও। তাদের এই কর্মকাণ্ডকে বাস্তবায়িত করতে সাধারণ মানুষের কাছে সাহায্যের আবেদন জানান তিনি। এক সপ্তাহ অন্তর অন্তর মোট চারটি ক্যাম্প করে এই নির্বিজকরণ প্রক্রিয়া চলবে।

অনির্বাণ রায়

Published by:Ananya Chakraborty
First published:

Tags: Siliguri News