#শিলিগুড়ি : চলতি মাসের ১৮ তারিখ ফিফা বিশ্বকাপের চূড়ান্ত ম্যাচ, যেখানে মুখোমুখি থাকবে আর্জেন্টিনা ও ফ্রান্স। কোন দেশ এবার ফিফা ট্রফি নিজের নামে করবে সে দিকেই নজর রয়েছে ফুটবল প্রেমীরাদের। ফিফা বিশ্বকাপে গোটা বিশ্বের পাশাপাশি শহর শিলিগুড়িতেও ক্রীড়া প্রেমীদের মধ্যে এক অন্যরকম উন্মাদনা লক্ষ করা যায়। তাই এবার শিলিগুড়ির ফুটবল প্রেমীদের জন্য শিলিগুড়ি পুরনিগমের পক্ষ থেকে ১৮ই ডিসেম্বর ফিফার ফাইনাল খেলার দিন বাঘা যতীন পার্কে আয়োজিত করা হবে বিশ্ব ফুটবলের মহারণ।
কাতার ফুটবল বিশ্ব কাপ নিয়ে উৎসাহিত পুরো বিশ্ব। তার রেশ দেখা গিয়েছে শিলিগুড়িতেও। ফুটবল বিশ্ব কাপের ফাইনাল খেলার দিন একটি ফুটবল উৎসবের আয়োজন করছে শিলিগুড়ি পুরনিগম। শিলিগুড়ির বাঘাযতীন পার্কে বিশাল স্ক্রিনের মাধ্যমে চূড়ান্ত খেলা প্রদর্শনির ব্যবস্থা করা হচ্ছে। শিলিগুড়ি পুরনিগমের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন মেয়র গৌতম দেব।তিনি বলেন, এই প্রথমবার এধরণের ফুটবল উৎসবের আয়োজন করা হচ্ছে।
খেলা শুরু হওয়ার আগে নানা অনুষ্ঠান ও ফুটবল সংক্রান্ত বিষয় নিয়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হবে। বাঘাযতীন পার্কে অবস্থিত রবীন্দ্র মঞ্চে অতিথিরা থাকবেন এবং পার্কের মাঠ জুড়ে অন্যান্যদের বসার ব্যবস্থা করা হয়েছে। অনুষ্ঠান সন্ধে ৬টা ৪৫ নাগাদ শুরু হবে। শুরুতে পুরোনো ফুটবল খেলা নিয়ে কুইজে প্রশ্ন করা হবে। পরবর্তীতে খেলা শুরু হওয়ার পর বিরতির সময় বর্তমান খেলা নিয়ে কুইজ হবে।
সেখানে উপস্থিত সকলেই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে ফাইনালের দিন বাঘা যতীন ময়দানের রবীন্দ্র মঞ্চে ১০/৮ এর একটি এল-ই-ডি স্ক্রীন লাগিয়ে খেলা দেখানো হবে, এছাড়া ফিফাতে অংশগ্রহণকারী ৩২টি দেশের জাতীয় পতাকা লাগানো হবে বাঘাযতীন ময়দান চত্বরে, এছাড়াও খেলা চলাকালীন ফুটবল প্রেমীদের জন্য আয়োজিত করা হবে ওপেন কুইজ প্রতিযোগিতার, যারা সেই প্রতিযোগিতায় বিজয়ী হবে তাদের মঞ্চে ডেকে পুরস্কৃত করা হবে। ১৮ই ডিসেম্বর সন্ধ্যা ৮: ৩০টায় ফিফার ফাইনাল খেলা শুরু হবে, তবে বাঘা যতীন ময়দানে সন্ধ্যা থেকেই ফুটবল বিশ্ব কাপের এই অনুষ্ঠান শুরু হয়ে যাবে যেখানে বিশাল স্ক্রিনে ফিফার পুরনো হাইলাইট গুলো দেখানো হবে।
Anirban Roy
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Fifa world Cup 2022, Siliguri